Wednesday, August 14, 2019

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে


অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত বছরগুলোর মতো উদ্যোক্তাদের ভাবনায়  এ বছরেও থাকছে  নতুন এবং আকর্ষণীয় কিছু চিন্তা ভাবনা যা  সুদূর কলকাতা ও মেদিনীপুর তথা দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের নিরাশ করবে না বলে দাবি এই পুজো কমিটির।

গত বছর এদের  হোগলা পাতার তৈরি প্রতিমা এবং ভুটানের স্বর্ণ মন্দিরের আদলে তৈরি অভিণব পূজো মন্ডপ চ্যালেঞ্জ জানিয়েছিল শহরের বিগবাজেটের পুজোগুলিকে । এছাড়াও গত বছর এদের অন্যতম আকর্ষণ  ছিল ৫২ তম বর্ষে ৫২ তম ডিজাইনের  আলোক সজ্জা যা দর্শনাথীদের হৃদয় ছুঁয়ে গেছিল।
এবছর ১ বছরে ১০০০ (এক হাজার) গাছ লাগানোর অঙ্গিকার নিয়ে বাছরী যুব সংঘ আবির্ভুত হতে চলেছে এক পরিবেশ বান্ধব পুজো আয়োজনের লক্ষ্যে।

৫৩ তম বর্ষে এদের ভাবনায় রয়েছে পরিবেশ বান্ধব রঙিন রেশমী সুতার সাজে মাতৃ প্রতিমা  যা কোনও প্লাস্টিক বা ধাতব উপাদান দ্বারা তৈরি নয় এবং মন্ডপ ভাবনায় থাকছে  ইতিহাসের পাতা থেকে নেওয়া দিল্লির লালকেল্লার আদলে পূজা মণ্ডপ। এবছর এই পুজো  কমিটির নতুন উদ্যোগ ও প্রধান উদ্দেশ্য মানুষের মনে পরিবেশ সচেতনতার সৃষ্টি করা এবং সেই লক্ষ্যে  এবছর  সমগ্র পূজা মণ্ডপটিকে সম্পূর্ন পরিবেশ বান্ধব করতে উদ্যোক্তারা  সচেষ্ট ও সচেতনতা।
  এবছর এই পুজোর থিম ভাবনাকে গানের মধ্য দিয়ে  প্রাণ সঞ্চার করতে চলেছেন শ্যামপুর থানা তথা হাওড়া জেলার স্বনামধন্য বাচিক শিল্পী শুভময় কথা নৈবেদ্য ঘোষ।

  ৭৩ তম স্বাধীনতা দিবস ও রাখিবন্ধন  প্রাক্কালে আজ ১৪ ই অগাস্ট  বাছরী যুব সংঘ তাদের পুজোর প্রথম আত্মপ্রকাশ করল খুঁটি পুজোর মধ্য দিয়ে। সেই সঙ্গে ছিল বৃক্ষরোপণ কর্মসূচি। 

Tuesday, August 13, 2019

ব্যতিক্রমী নজির , ক্যানসার রোগীদের জন্য চুল দান করলেন বাউড়িয়ার বধূ


HOWRAH TIMES ডিজিটাল ডেস্ক:- থ্যালাসেমিয়া রোগীকে রক্তদানের কথা সকলেই শুনেছে। কিন্তু, ক্যান্সার রোগীকে চুলদান? হ্যাঁ,অনেকেই হয়তো ব্যাপারটা সম্পর্কে অবগত আছেন,আবার কেউ পরিচিত নন।সাম্প্রতিক সময়ে উত্তরবঙ্গের রায়গঞ্জের দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া তিতির তার নিজের চুলদান করেছিল।আর তা দেখেই প্রাণিত হয়ে   ক্যান্সার আক্রান্ত মুমূর্ষু রোগীদের স্বার্থে চুল দান করার ইচ্ছেপ্রকাশ করেছিলেন বাউরিয়ার গৃহবধূ ছন্দা ঘোষ ।

তাঁর এই মহৎ ইচ্ছেকে বাস্তবায়িত করতে উদ্যোগী হয় হাওড়া আমতার  স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্ন দেখার উজান গাঙ'। সংগঠনের তরফে যোগাযোগ করা হয় মুম্বাইয়ের একটি সংস্থার সাথে।তাঁদের সবুজ সংকেত পাওয়ার পরই ছন্দা দেবীর ১৭ ইঞ্চি চুলের ১২ ইঞ্চি চুল কাটা হয় ও তা তিনি   তুলে দেন এ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধির হাতে। যা ঐ সংগঠন মারফত মুম্বাইয়ের ওই সংস্থার কাছে পৌঁছে যায়।

উপযুক্ত প্রক্রিয়াকরন পর ওই চুল থেকে তৈরি উইগ মুম্বাইয়ের ছ'টি ক্যান্সার হাসপাতালের দুঃস্থ রোগীদের হাতে তুলে দেবে উক্ত সংস্থা।

বিভিন্ন বেড়াজালকে ছিন্ন করে ছন্দাদেবীর নেওয়া এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানানোর কোনো ভাষাই যথেষ্ট নয়।তাঁর এই মহান ভাবনাকে কুর্নিশ।কোমোথেরাপির পর ক‍্যানসার রোগীদের  চেহারাটা সকলেরই চেনা। কেমোথেরাপির কারণে চুল পড়ে যায় রোগীর। রোগের সাথে লড়াইয়ে নামা রোগীই প্রথম আত্মবিশ্বাস হারায় তার এই রূপে। কিন্তু তাদের জন্য এই ভাবনা বা  হাসি ফেরানোর জন‍্য উদ‍্যোগী হয় ক'জন? যদি তাঁদের ফিরিয়ে দেওয়া যেত আগের চেহারায় এই ভাবনা থেকেই ছন্দাদেবীর এগিয়ে আসা ।বিভিন্ন কুসংস্কারের বেড়াজালকে ছিন্ন করে ছন্দাদেবীর নেওয়া এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানানোর কোনো ভাষাই যথেষ্ট নয়।


ভগ্ন স্বাস্থ্যে নজর, ৩ দিন আংশিক বন্ধ থাকবে হাওড়ার বঙ্কিম সেতু


Howrah TIMES ডিজিটাল ডেস্ক: নজরে স্বাস্থ্য, তাই মেরামতির জন্য এবার আংশিক বন্ধ রাখা হবে হাওড়ার বঙ্কিম সেতুও।  হাওড়া ময়দান এলাকার সঙ্গে হাওড়া স্টেশনের সংযোগ রক্ষা করে থাকে এই সেতুটি। মেরামতির জন্য দুই লেনের এই সেতুর একটি লেন ২৩-২৫ অগাস্ট রাত ১২টা পর্যন্ত   বন্ধ রাখা হবে।

আজ হাওড়া সিটি পুলিসের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কেএমডিএ-র আধিকারিকরা। পাশাপাশি, ব্রিজ পরিদর্শনও করেন পুলিস আধিকারিকরা। একটি লেন বন্ধ করে মেরামতির কাজ হওয়ায় যাতে যানজটের কোনও সমস্যা না হয়, তারজন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আশ্বাস দেন পুলিস কর্তারা।

জানা গিয়েছে, ২৩ আগস্ট ভোর থেকে তিনদিন বন্ধ থাকবে বঙ্কিম সেতুর হাওড়া ময়দান থেকে হাওড়া স্টেশনে যাওয়ার লেনটি।  হাওড়া ময়দান থেকে হাওড়া স্টেশনে যাওয়ার লেনটি বন্ধ থাকায়, অন্য লেনটি দিয়ে ওই গাড়িগুলি যাবে।



১) উত্তর হাওড়ায় যেতে গেলে হাওড়া বাসস্ট্যান্ডের পাশ দিয়ে ডবসন রোড ধরে যেতে হবে।
২) দক্ষিণ হাওড়ার দিকে যেতে গেলে হাওড়া স্টেশনের পাশ দিয়ে ফোরশোর রোড ধরে যেতে হবে।
৩) মধ্য হাওড়ার দিকে যেতে হলে হাওড়া বাসস্ট্যান্ডের পাশ দিয়ে আই সি বোস রোড হয়ে বাঙালবাবু ব্রিজ ধরে ফাঁসিতলা মোড় দিয়ে ঢুকতে হবে।

Saturday, August 10, 2019

আদি তৃনমূলের ঠাঁই‌ হয়নি কমিটিতে, অভিযোগে উত্তাল কোতয়ালী ভবন


তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল কোতোয়ালি ভবন। বিক্ষোভের লক্ষ্য মৌসম বেনজির নুর।  আজ বেলা বারোটা নাগাদ কোতোয়ালি ভবনে বিক্ষোভ শুরু করেন দলের কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীদের বক্তব্য,  ব্লক স্তর বা পঞ্চায়েত নতুন   কমিটিতে  পুরোটাই কংগ্রেসের কর্মীদের জায়গা হয়েছে।  নামটাই যা তৃণমূল। কারণ কংগ্রেস ছেড়ে যাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন তাঁদের নিয়েই তৈরি হয়েছে এই কমিটি। আদি তৃণমূলের কাউকেই এখানে ঠাঁই দেওয়া হয়নি ।  এই অভিযোগে বেলা বারোটা নাগাদ প্রায় এক হাজার তৃণমূল কর্মী সমর্থক ঘিরে ফেলেন কোতোয়ালি ভবন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন মৌসম।

Wednesday, August 7, 2019

গাছ বাঁচাতে অভিনব উদ্যোগ নিল উলুবেড়িয়া কলেজের বোটানি বিভাগ


HOWRAH TIMES ডিজিটাল ডেস্ক:- বেশ কিছু প্রাথমিক বিদ্যালয় বৃক্ষরোপণ ও তার সঠিক পরিচর্যায় বিশেষ পদক্ষেপ আগেই গ্রহণ করেছিল।এবার বৃক্ষরোপণ ও তার সঠিক পরিচর্যা সম্পর্কে  পড়ুয়াদের সচেতন করে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল উলুবেড়িয়া কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগ।যার পোশাকি নাম দেওয়া হয়েছে 'একটি পড়ুয়া,একটি গাছ'। নবীনবরণ উপলক্ষ্যে নবাগত ৫০ জন পড়ুয়াকে একটি করে বৃক্ষজাতীয় গাছের চারা তুলে দেওয়া হয়।সেই চারা গাছ পড়ুয়ারা নিজেদের বাড়িতে গিয়ে রোপণ করবে।এতেই অবশ্য থেমে থাকবেনা।তা সঠিকভাবে পরিচর্যা হচ্ছে কিনা তা জানার জন্য প্রতি ছ'মাস অন্তর পড়ুয়াদের বসানো গাছের ছবি তুলে আনতে হবে।

সেক্ষেত্রে সেমিস্টারে ইন্টারনাল এসেসমেন্টের উপর বিশেষ নাম্বার রাখা হয়েছে বলে জানান ঐ বিভাগের অতিথি অধ্যাপিকা শ্রীমতী আরি।বিভাগীয় প্রধান ড.পীযুষকান্তি দাস জানান,সমাজের সর্বস্তরের মানুষের কাছে ছাত্রছাত্রীদের মধ্য দিয়ে সবুজ বাঁচানোর বার্তা পৌঁছে দিতে হবে।কেবল বৃক্ষরোপণই নয় তার সঠিক পরিচর্যা দরকার।তাই পড়ুয়াদের মধ্যে সচেতনতার শুভবীজ বপন করার লক্ষ্যেই তাঁদের এই উদ্যোগ।

পানিপথের চতুর্থ যুদ্ধে সাঁতরাগাছি আন্ডারপাসে আপনাদের স্বাগত !


রণতোষ মুখোপাধ্যায়:- বছর বদলায় কিন্তু সাঁতরাগাছি আন্ডারপাসের জল যন্ত্রনার ছবিটা বদলায় না। নামেই টার্মিনাল  স্টেশন কিন্তু স্টেশন থেকে বের হলেই জলযন্ত্রণা। গোটা আন্ডারপাস ও বাস স্ট্যান্ড জুড়ে হাঁটু জল। আন্ডারপাসের একপাশের পাথরের স্ল্যাব দিয়ে সন্তর্পণে চলছে যাতায়াত। আন্ডারপাসে ঢোকার আগে লম্বা লাইন।
নিম্নচাপ বা বর্ষার কালো মেঘ দেখলেই ঐ পথে যাতায়াতকারী  ঘরপোড়া গরুরা থুড়ি নিত্যযাত্রীরা যেমন ভয় পান তেমনই স্থানীয় রিক্সা বা ভ্যান চালকেরা অপেক্ষা করেন ঝোপ বুঝে কোপ মারার এই  মওকার।  জলপারাপারের জন্য সেবা দিতে এ সময় তারা  তৎপর থাকেন ঠিকই  কিন্তু সেবা নিতে ওই সামান্য পথ পেরোতে অসহায় যাত্রীদের দিতে হয়  কড়কড়ে ৫০ বা ১০০টি টাকা। বর্ষার সময়ে বা কিছুক্ষনের বৃষ্টির পরে  দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখার সাঁতরাগাছি রেল স্টেশনের আন্ডারপাসে এটিই নিত্যনৈমিত্তিক ছবি।
           (গতকাল সন্ধ্যায় আন্ডারপাসের জলছবি)

দ্বিতীয় হুগলি সেতু তৈরি হওয়ার পরে ক্রমেই গুরুত্ব বেড়ে চলেছে সাঁতরাগাছি রেল স্টেশনের। বেশিরভাগ দূরপাল্লার ট্রেন এই স্টেশনে থামে। এখান থেকে বেশ কিছু দূরপাল্লার ট্রেন ছাড়েও। সাঁতরাগাছি স্টেশনের পাশেই কোনা এক্সপ্রেসওয়ে। এই রাস্তার এক দিক চলে গিয়েছে আন্দুলের দিকে। অন্য দিকে, দ্বিতীয় হুগলি সেতু হয়ে কলকাতার রবীন্দ্রসদনে যাওয়া যায়। এই রাস্তা দিয়ে নবান্ন, ধর্মতলা, হাওড়ার মন্দিরতলা, ডুমুরজলা স্টেডিয়াম এবং হাওড়া জেলা হাসপাতালে যাওয়া যায়।

রেল স্টেশনের ছ’নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিছুটা এগিয়েই কোনা এক্সপ্রেসওয়ে। এটি একমুখী রাস্তা। আন্ডারপাসের পাশের সিঁড়ি দিয়ে রাস্তায় উঠে সহজেই ধূলাগড়,আমতা,বাগনান  শহরতলির বাস ধরা যায়। কিন্তু কলকাতা, হাওড়া বা নবান্নে যেতে গেলে আন্ডারপাস দিয়ে যাওয়া ছাড়া কোনও উপায় নেই। সাঁতরাগাছি রেল স্টেশনে আসতে হলেও এই আন্ডারপাসই ব্যবহার করতে হয়। অথচ বর্ষার সময় প্রায় প্রতি দিনই আন্ডারপাসে জল জমে থাকে। প্রতি দিন হাজার হাজার যাত্রী এই পথ ব্যবহার করেন।


বাসিন্দাদের অভিযোগ এলাকার খাল এবং নিকাশীর সংস্কার না হওয়াতেই ফি বছরের এই দুর্ভোগ। বর্ষার রোজনামচা। সাঁতরাগাছিতে রেল লাইন সম্প্রসারণের কাজ চলছে। সেই কারণে বর্ষায় যে জল জমবে তার আগাম সঙ্কেত রেলকে দিয়েছিল হাওড়া পুরনিগম।কিন্তু তারপরেও কাজ হয়নি।

শুধু সাঁতরাগাছিই নয়। গোটা হাওড়া শহরেই বর্ষার
একই  জলছবি। হাওড়ার বিভিন্ন ওয়ার্ড - মধ্য হাওড়া,শিবপুর,দক্ষিণ হাওড়া, লিলুয়া,বেলুড়, উত্তর হাওড়ার বিভিন্ন ওয়ার্ড জলে ভাসার অপেক্ষায়।

সাঁতরাগাছি আন্ডারপাসের জল যন্ত্রনার এই পুরাতন রোগের দায় পুরসভা ঠেলে রেলের দিকে, রেল ঠেলে‌ হাওড়া পুরসভার দিকে। আর এই দায় ঠেলাঠেলির চক্রবুহে পড়ে অভিমন্যু নিত্যযাত্রীরা  সার বুঝে নিয়েছেন , এর থেকে মুক্তি নেই শুধু যুদ্ধ আছে, চতুর্থ পানিপথের‌ যুদ্ধ।

ছবি:- অর্পন দাস। মধুমিতা বেরা।

১৫ -১৮ বন্ধ হচ্ছে শিয়ালদহ উড়ালপুল , ঘুরপথে চলবে যানবাহন


HOWRAH TIMES ডিজিটাল ডেস্ক:-১৫- ১৮ চারদিন বন্ধ থাকছে শিয়ালদহ উড়ালপুল৷ মেরামতি ও বহন ক্ষমতা পরীক্ষার জন্য চার দিন বন্ধ রাখা হবে এই সেতু৷  ফলে, ১৫ অগস্ট থেকে১৮ অগস্ট রবিবার পর্যন্ত চার দিন ঘুরপথে চলবে  যান বাহন।  

শিয়ালদহ উড়ালপুল কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তা। আশির দশকে সেটি তৈরি করেছিল কেএমডিএ। নাম দেওয়া হয় ‘বিদ্যাপতি সেতু’। যদিও লোকমুখে তা শিয়ালদহ উড়ালপুল বলেই বেশি পরিচিত।




সম্প্রতি ‘কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি’ (কেএমডিএ) ওই উড়ালপুল সম্পর্কে যে‌ রিপোর্ট দিয়েছে তাতে পরিষ্কার জানানো হয়েছে, শিয়ালদহ উড়ালপুলের স্বাস্থ্যের হাল ভাল নয়।ওই সেতুর মেরামতি করা প্রয়োজন।

মারণ রোগের কাছে হার প্রেমিকার, শেষ ইচ্ছায় হাসপাতালেই সিঁদুর দান প্রেমিকের




HOWRAH TIMES :- মনের মানুষ টা  যেন একটি বার তাঁর সিঁথিটা রাঙিয়ে দেন ৷ এটাই ছিল ক্যান্সার আক্রান্ত প্রমিকার শেষ ইচ্ছা। আর মনের মানুষের সেই শেষ ইচ্ছাকে স্বীকৃতি দিতে  কসুর করেননি প্রেমিক সুব্রত ৷ দশ বছর ধরে তো এই দিনটার অপেক্ষাতেই ছিলেন তিনি ৷ ভালোবাসার মানুষটার  কথা মতো, হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটেই তাকে  সিদুঁর পরিয়ে  বন্ধনে বেঁধে ফেলেন প্রেমিক। কথায় বলে সাত জন্মের বন্ধন, কিন্তু এক জন্যেই  আটকে রাখতে পারলেন কই !

সিঁদুর দানের মাত্র দু'ঘণ্টার মধ্যে সব বন্ধন ছিন্ন করে চলে গেলেন বীথি ৷  সদ্য যৌবনে পা রাখা দুটো মন নিজেদের মতো করে জীবন গড়ার স্বপ্ন দেখছিলেন ৷ কিন্তু, হঠাৎ একটা খবর সব কিছুকে এলোমেলো করে দিল ৷ জানা গেল, মনের মানুষটা জটিল কর্কট রোগে আক্রান্ত ৷

 শিলিগুড়ির ডাবগ্রামের বীথিকে দেখে ভালো লেগেছিল উত্তর দিনাজপুরের সুব্রত কুণ্ডুর ৷ সেই ভালোলাগা ভালোবাসায় পরিণত হতে খুব একটা সময় নেয়নি ৷ ঠিক যখন একসাথে  অনেকটা পথ পাড়ি দেওয়ার স্বপ্ন দেখছিল দুজনে, তখনই সামনে আসে বীথির অসুখের কথা ৷ শুরু হয় চিকিৎসা ৷ মাথার চুল তো আগেই গেছিল পরে  বাদ দিতে হয় একটি হাতও। তবে এতকিছুর পরেও একটি বারের জন্য মনের মানুষটার কাছ থেকে নিজেকে সরিয়ে রাখেননি পেশায় বেসরকারি সংস্থার কর্মী সুব্রত ৷ পাশে থেকেছেন, সাহস দেওয়ার চেষ্টা করেছেন ৷ হাতে হাত ধরে বলেছিলেন লড়াই করার কথা৷ চিকিৎসার প্রয়োজনে কখনও মুম্বই, কখনই শিলিগুড়ি যেতে হয়েছিল বীথিকে ৷

কখনই বীথিকে সঙ্গ ছাড়া করেননি সুব্রত ৷ প্রথমে না জানলেও ততদিনে সুব্রতর পরিচয় জানা হয়ে গেছে বীথির পরিবারের সকলের ৷

 চিকিৎসকরাও আশা ছেড়ে দিয়েছিলেন ৷ তখনই মুখফুটে শেষ ইচ্ছায় কথাটা বলেছিলেন বীথি ৷ মেয়ের সেই ইচ্ছাকেই মর্যাদা দেন তাঁর বাবা-মা ৷ আয়োজন করা হয় বিয়ের ৷ বীথির নাকে তখন অক্সিজেন মাস্ক। সিঁদুর দানের পর হাসপাতালের বেডে সুব্রতর সঙ্গে বীথি । তবে স্বপ্ন পূরণের কিছু মুহূর্ত পড়েই বিছানায় ঢলে পড়েন বীথি ৷ তখনও একটা হাত সুব্রতর হাতে ধরা ৷ শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হয় পড়তে থাকে৷ চিকিৎসকরা শেষ চেষ্টা শুরু করার আগেই সব শেষ ৷ চোখের সামনেই বীথিকে শেষ বিদায় দিলেন সুব্রত৷

সিনেমা বা গল্পের মতো মনে হলেও এ কাহিনী রিয়েল লাইফের। ভালোবাসা অসহায় তবু ভরসার নরম চাদরে ,পরিচিত হাতের আদরে বেঁচে থাকে সে আর এক বুক ভালোবাসা নিয়ে দূরে বহুদূরে কেউ গেয়ে ওঠে-  'কেন‌ এরকম কিছু হলো না, কেউ কাউকে ছুঁতে পেল না--'

Monday, August 5, 2019

সংগ্ৰহে কিশোর কুমারের মার্কশিটের ফটোকপি , হাওড়ার দুই পরম কিশোর ভক্তের কাহিনী


রাজীব মন্ডল:- হাওড়া চ্যাটার্জিহাট মিলন মন্দির ক্লাবের কাছে  যদি কেউ জিজ্ঞেস করেন  শুভ্র মুখার্জির নাম অনেকেই চিনতে পারবেন না। কিন্তু যদি কেউ এভাবে জিজ্ঞেস করেন ,এখানে কিশোর ভক্তের বাড়িটা কোথায় সকলেই একবাক্যে আপনাকে দেখিয়ে দেবে। গায়ক কিশোর কুমার গাঙ্গুলি র স্মৃতিবিজড়িত  বেশ কিছু অনন্যসাধারণ জিনিস সংগ্ৰহে রয়েছে এই কিশোর ভক্তের কাছে।

যেমন , কিশোর কুমারের ম্যাট্রিকের মার্ক শিটের ফটোকপি। কিশোর কুমার কে নিয়ে প্রকাশিত নানান পত্রিকা ও পোস্টার। তাঁর এই সংগ্ৰহগুলিকে নিয়ে প্রতিবছর শুভ্র আয়োজন করেন এক প্রদর্শনীর।ঠিক যেমনটা করেছিলেন গতকাল ,কিশোর কুমারের ৯০ তম জন্মদিবসে ‌। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও।

হাওড়ার আর এক বড় কিশোর ভক্ত চ্যাটার্জি হার্টের হরি শুরু। পেশায় তিনি টিভি মেকানিক, অন্তরে কিশোর কুমারের অন্ধ ভক্ত। আগে নিজেই ফাংশনে স্টেজে গাইতেন কিশোরের সব হিট গান
।ঘুরে এসেছেন মুম্বইয়ে কিশোর কুমারের বাড়ি 'গৌরীকুঞ্জ' থেকে।



দেখা করেছেন কিশোর পুত্র অমিত ও সুমিতকুমারের সঙ্গে। বিগত কুড়ি বছর ধরে তিনি 'গুরু' কিশোর কুমারের জন্মদিন পালন করে আসছেন কিশোর কুমারের ৯০তম জন্মদিবস উপলক্ষে গতকাল তিনি আয়োজন করেছিলেন সঙ্গীতানুষ্ঠান ও কিশোরের জানা অজানা নিয়ে আকর্ষক ক্যুইজ।

Sunday, August 4, 2019

আলোর পথে উওরণের একবছর, স্বপ্ন দেখার স্পর্ধা কে কুর্ণিশ জানাল 'স্বপ্ন দেখার উজান গাঙ'


HOWRAH TIMES ডিজিটাল ডেস্ক:-- ওদের কেউ বাজার বিক্রি করে উচ্চমাধ্যমিকে ৯০ শতাংশ নাম্বার পেয়েছে, মাধ্যমিকের এক সপ্তাহ আগে পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য বাবাকে হারিয়ে অথৈজলে পড়েছে,কেউবা আবার অনাথ, ষাটোর্ধ বৃদ্ধা নানিই তার একমাত্র সম্বল।গ্রামীণ হাওড়ার এমনই বেশ কিছু লড়াকু মেধাবীর অদম্য সংগ্রামকে কুর্নিশ জানাল আমতার উদংয়ের স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্ন দেখার উজান গাঙ'।

দামোদরের তীরে উদং কালীমাতা আশ্রমের শান্ত স্নিগ্ধ,মনোরম পরিবেশে আয়োজিত 'স্বপ্ন দেখার উজান গাঙ'-এর প্রথম বার্ষিক সাংস্কৃতিক প্রয়াস 'উত্তরণ'-এ গ্রামীণ হাওড়ার এমনই দশজন লড়াকু পড়ুয়ার হাতে তুলে দেওয়া হল 'পাঠবৃত্তি'।নগদ ২ হাজার টাকার সাথে তুলে দেওয়া হয় পাঠ্যবই, ইহা পেন,খাতাসহ বিভিন্ন সামগ্রী।এর পাশাপাশি এই দশজন পড়ুয়ার হার না মানা অদম্য লড়াইয়ের উপর তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।সাথে জেলার বিভিন্ন প্রান্তের প্রায় ৩০ জন অভাবী মেধাবী পড়ুয়াকে সংবর্ধন জ্ঞাপন করা হয় ও তুলে দেওয়া হয় পাঠ্যবই,খাতা,পেন।একজন পড়ুয়ার হাতে তুলে দেওয়া হয় 'সুচিন্তিকা দাস স্মৃতি স্মারক ও মেধাবৃত্তি'।'

অন্ধকার থেকে আলোর পথে 'উত্তরণ'-এর মঞ্চকে আলোকিত করেছিলেন এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ শীর্ষে পা রাখা প্রখ্যাত পর্বতারোহী শেখ সাহাবুদ্দিন। ভারতীয় প্রতিরক্ষা বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার(অর্ডিন্যান্স) ড.রঘুনাথ ঝাঁ ,আমতা-১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক লোকনাথ সরকার ,জাতীয় যুব ও আমতা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল ,অবর বিদ্যালয় পরিদর্শক দীপঙ্কর কোলে ,বিশিষ্ট ইতিহাসবিদ কুন্তল অধিকারী সহ শিক্ষা-সংস্কৃতি-প্রশাসন-সংবাদ জগতের একঝাঁক উজ্জ্বল ব্যক্তিত্ব।




উক্ত অনুষ্ঠানে সম্প্রতি কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ শীর্ষে পা রাখা প্রখ্যাত পর্বতারোহী শেখ সাহাবুদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়।সংস্থার সম্পাক তাপস পাল জানান,শিক্ষায় স্বপ্নপূরণের লক্ষ্যে তাঁদের পথচলা।গ্রামীণ হাওড়ার আর্থিকভাবে অস্বচ্ছল  পড়ুয়াদের সাথে থাকতে বছরের বিভিন্ন সময়ে বই,খাতা,পেন প্রদান করা হয় ও ফ্রি-কোচিং,বুকব্যাঙ্কেরও ব্যবস্থা আছে।তারই বৃহত্তর রূপ 'উত্তরণ'।উপস্থিত সকলকে মেহগিণি গাছের চারা ও পানীয় জল অপচয় সম্পর্কিত বিশেষ বার্তাবহ ব্যাজ প্রদান করা হয় বলে জানান তাপস বাবু। এছাড়াও ছিল সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান।



Saturday, August 3, 2019

এবার নবান্ন অভিযানের প্রস্তুতি বাম ছাত্র- যুবদের


HOWRAH TIMESডিজিটাল ডেস্ক:- কৃষক সংগঠনের সিঙ্গুর থেকে রাজভবন অভিযানের ধাঁচে এবার সিঙ্গুর থেকে নবান্ন অভিযান করবে এসএফআই, ডিওয়াইএফ আই সহ বারোটি বামপন্থী ছাত্র যুব সংগঠন। আগামী ১২ও১৩ সেপ্টেম্বর দুদিনের এই কর্মসূচিতে যুবসংগঠনের প্রতিনিধিরাও যাত্রাপথে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে রাত্রিবাস করবেন। কর্মসংস্থান, শিল্পায়ন ও অসহিষ্ণুতার প্রতিবাদে রাজ্যজুড়ে জনমত তৈরি করবে বাম ছাত্র যুব সংগঠন। আগামী দেড় মাস ধরে এই কর্মসূচি চলবে রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি ব্লকে।

বয়স্কদের নিরাপত্তায় হাওড়া সিটি পুলিশের নতুন হেল্পলাইন নম্বর , জেনে রাখুন


HOWRAH TIMES ডিজিটাল ডেস্ক:- ৯০৫১২০০১০০ অনুগ্রহ করে নোট করে নিন এই নম্বরটি। এটি হাওড়া  শহরের বয়স্ক নাগরিকদের নিরাপত্তায় হাওড়া সিটি পুলিশের হেল্পলাইনের নম্বর।  নিজেদের যে কোন সমস্যায় এই নম্বরে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারবেন প্রবীণ-প্রবীণারা। বা তাঁদের পরিবার-পরিজন।


সম্প্রতি কলকাতা শহরে একাকী  প্রবীণ-প্রবীণাদের টার্গেট করে একের পর এক ঘটে চলা অপরাধ প্রবণতায় ঘুম ছুটেছে প্রশাসনের। তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার অঙ্গ হিসেবে কলকাতার প্রতিটি থানায় বয়স্ক নাগরিকদের বাড়ি-বাড়ি গিয়ে বা কোন এক জায়গায় বৈঠক করে তাঁদের নিরাপত্তা বিষয়ক সমস্যা-আশঙ্কা-উদ্বেগের কথা শোনার চেষ্টা করছে কলকাতা পুলিশ। হাওড়া শহরে এ ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটার আগেই সচেতন হল হাওড়া সিটি পুলিশ। আজ শরৎ শদনে‌ আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন হল হাওড়া সিটি পুলিশের  এক্তিয়ারে  থাকা শ্রদ্ধা সদস্য ওও শহরে বয়স্ক নাগরিকদের নিরাপত্তায় হাওড়া সিটি পুলিশের হেল্পলাইনের নম্বর।
উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার সাংসদ‌ প্রসূন বন্দ্যোপাধ্যায়, হাওড়া পুরসভার বিদায়ী পুরপ্রধান রথীন চক্রবর্তী', হাওড়ার পুলিশ কমিশনার গৌরব শর্মা,
ডিসি হেড কোয়ার্টার সুনীল কুমার যাদব প্রমূখ।

বকখালি ও মায়াপুরের জন্য SBSTC-র নতুন এসি বাস


Howrah TIMES  ডিজিটাল ডেস্ক:- ভ্রমণ পিপাসু মানুষের জন্য সুখবর মায়াপুর ও বকখালির জন্য আজ থেকে SBSTC নতুন এসি বাস চালু করেছে। সপ্তাহের প্রতিদিন এই বাস চলবে। বাসের সময়সূচি ও ভাড়া একঝলক দেখে নিন।


ব্যারাকপুর থেকে বকখালি।
ব্যারাকপুর সকাল ৬:০০, বেলঘরিয়া সকাল ৬:৩০, এসপ্ল্যানেড সকাল ৭:৩০ বকখালি পৌঁছাবে দুপুর ১২:০০ এবং বকখালি থেকে ফেরার সময়ে ছাড়বে দুপুর ২:০০
ভাড়া - ব্যারাকপুর থেকে ২৯০/-  টাকা, বেলঘরিয়া  থেকে ২৬৫/- এবং এসপ্ল্যানেড থেকে  ২৪৫/-।


কোলকাতা থেকে মায়াপুর।
এসপ্ল্যানেড থেকে ছাড়বে সকাল ৭:৩০ এবং মায়াপুর থেকে ফেরার সময়ে ছাড়বে দুপুর ৩:৩০
ভাড়া - ২২০/-।

 অনলাইন বুকিংয়ের জন্য নীচে দেওয়া SBSTCর ওয়েবসাইটে দেখতে পারেন।
https://online.sbstcbooking.co.in

 SBSTC - অনলাইন রিজার্ভিশান (WTL - Powered by EIIPL) App টি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে টিকিট বুক করুন।https://play.google.com/store/apps/details?id=com.onlinebooking.sbstc
_______________________________________________
কৃতজ্ঞতা স্বীকার:- শ্রী অরবিন্দ পাল

Friday, August 2, 2019

জগন্নাথ মন্দিরে হামলার ছক সন্ত্রাসবাদীদের , সতর্ক করল ইনটেলিজেন্স ব্যুরো


HOWRAH TIMES ডিজিটাল ডেস্ক:- জগন্নাথ মন্দিরে হামলার ছক কষছে সন্ত্রাসবাদীরা। এমনই সতর্কবার্তা জারি করেছে ইনটেলিজেন্স ব্যুরো।  এরপরই জগন্নাথ মন্দির ও তার আশপাশের এলাকায় আরও আঁটোসাটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

জগন্নাথ মন্দিরে এই  সন্ত্রাসবাদী হামলার হুমকির পরিপ্রেক্ষিতে  বিশেষ সতর্কতা অবলম্বন করেছে ওড়িশা প্রশাসন। ২৪ ঘণ্টা মন্দিরের চারপাশে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে।খুঁটিয়ে দেখা হচ্ছে প্রতি মুহূর্তের সিসিটিভি ফুটেজও। এছাড়াও ওয়াচ টাওয়ার থেকে যে কোনওরকম সন্দেহজনক গতিবিধির ওপর সতর্ক নজর রাখা হচ্ছে।
পুরীর পুলিশ সুপার উমাশংকর দাসকে সম্প্রতি হামলার বিষয়ে সতর্ক করেছে ইনটেলিজেন্স ব্যুরো। উপকূলরক্ষী বাহিনীকেও সতর্ক থাকতে বলা হয়েছে। রাতে সমুদ্রের ধারে কারা আসছে, সেদিকেও বিশেষ  নজর রাখছে প্রশাসন ।

দীঘায় নিষিদ্ধ হলো প্লাস্টিকের ব্যবহার , নিয়ম ভাঙলে জরিমানা ৫০০ টাকা


HOWRAH TIMES ডিজিটাল ডেস্ক:- আজ  সপ্তাহান্তে টানা তিন দিনের ছুটিতে যাঁরা দীঘায় ছুটি কাটাতে আসছেন তাঁরা সাবধান।
গতকাল ১লা অগাস্ট থেকে দিঘায়  পুরোপুরি নিষিদ্ধ হয়েছে প্লাস্টিকের ব্যবহার।

 কোনও ব্যবসায়ী বা হোটেল কর্তৃপক্ষ প্লাস্টিকের প্যাকেটে কিছু বিক্রি করতে পারবেন না।

 থার্মোকলের থালা, গ্লাসও ব্যবহার করা যাবে না।

দীঘায় বেড়াতে এসে কোনও পর্যটক যদি কোথাও প্লাস্টিকের প্যাকেট বা থার্মোকলের থালা গ্লাস ফেলেন তা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

 এ সব কাজ করতে গিয়ে যদি কেউ হাতে নাতে ধরা পড়েন তা হলে তখনই তাঁর কাছ থেকে স্পট ফাইন পাঁচশ টাকা জরিমানা নেওয়া হবে।



প্লাস্টিকের ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞার কথা ঘোষণার পর শুক্রবার সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে খোদ জেলা সভাপতি এ দিন দিঘার পর্যটন এলাকাগুলি ঘুরে দেখেন।

 দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকেও  মাইক নিয়ে  প্রতিটি এলাকায় প্রচার করা হচ্ছে। পর্যটকরা এলে তাঁদেরও এই বিষয়ে সচেতন করার জন্য ব্যবসায়ী ও হোটেলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।

Thursday, August 1, 2019

ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপের উদ্বোধন আজ, ফুটবল প্রেমীদের স্বাগত জানাতে প্রস্তুত বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন



HOWRAH TIMES ডিজিটাল ডেস্ক:-আর কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপরই সন্ধ্যায় এশিয়ার অন্যতম প্রাচীন ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপের শুভ উদ্বোধন  । সেজে ওঠা  বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন  ফুটবল প্রেমীদের স্বাগত জানাতে প্রস্তুত ।

গতকাল বৃহস্পতিবার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনের কনফারেন্স হলে দুই উদ্বোধনী প্রতিপক্ষের  কোচ ও দুই অধিনায়ককে নিয়ে সাংবাদিক সম্মেলন করেেন ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ কর্তৃপক্ষ।    সাংবাদিক সন্মেলনে মহামেডান  ক্লাবের কোচ না থাকলেও মোহনবাগানের স্পেনীয় কোচ হাজির ছিলেন। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে দর্শকদের ভালো খেলা উপহার দেওয়ার অঙ্গীকার করেন মোহনবাগান এর স্পেনীয় কোচ।
চিত্র:- সঞ্জীব মুখার্জি।

মুদিখানার গোডাউনে বোমা বিস্ফোরণ হাওড়ায় ! আহত এক ব্যক্তি


HOWRAH TIMES ডিজিটাল ডেস্ক:-জগদীশপুর থানা এলাকায় একটি মুদিখানার দোকানের গোডাউনে বিষ্ফোরনের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আকস্মিক এই ঘটনায় জখম হয়েছেন এক ব্যক্তি।

পুলিশের অনুমান ওই গোডাউনে আগে থেকেই বোমা মজুদ করে রাখা ছিল। বৃহস্পতিবার গোডাউনে মালের বস্তা রাখার সময় কোনোভাবে সেটিতে চাপ পড়ে এবং ফেটে যায়। দোকানের মালিকের অবশ্য দাবি,  বোমা নয়, তার দোকানের ওই অংশে জলের পাইপের বোরিং রয়েছে। সেটাই ফেটেছে এবং বোমার মতো শুনতে লেগেছে।


গোডাউনে কিভাবে বোমা এল তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় জখম ব্যক্তিকে হাওড়া হাসপাতালে পাঠানো হয়েছে।

ডায়মন্ড হারবার জেটি ঘাটের কাছে ১১৭ নং জাতীয় সড়কে ধস,বন্ধ কাকদ্বীপ-কলকাতা যান চলাচল


HOWRAH TIMES ডিজিটাল ডেস্ক:- ডায়মন্ডহারবার জেটি ঘাটের কাছে  ১১৭ নং জাতীয় সড়কে বড়সড় ধস। কাকদ্বীপ - বকখালি --কলকাতা সড়ক যোগাযোগ   বিপর্যস্ত।
সংস্কারের দেড়মাসের মধ্যেই  ১১৭ নং জাতীয় সড়কের একাংশ  হুগলি নদীতে চলে যাওয়ায় রীতিমতো আতঙ্কিত ছড়িয়েছে।

জেটি ঘাটের কাছে প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে রাজ্য সরকারের নদী সৌন্দর্যয়ান প্রকল্পের কাজ চলছে। স্থানীয়দের অভিযোগ, সঠিক পদ্ধতি মেনে এই কাজ করা হচ্ছেনা। উপযুক্ত ব্যবস্থা না করেই বড় মেশিন এনে চলছিল নদীর ধারে মাটি কাটার কাজ। এভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা না নিয়েই ড্রিল করায় জাতীয় সড়কের নীচের  মাটি আলগা হয়ে যায় ।
বৃহস্পতিবার সকালে হঠাৎই নদীর পাড় সংলগ্ন ১১৭ নং জাতীয় সড়কের ৫০ মিটার রাস্তা ধস নেমে নদীগর্ভে চলে যায়। দুর্ঘটনার ফলে কোন প্রাণহানি না ঘটলেও বড়সড় বিপদের সম্মুখীন হতে পারে ডায়মন্ডহারবার।
ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিধায়ক দীপক হালদার, মহকুমাশাসক কৌশিক সাহা
এলাকা পরিদর্শনে প্রশাসনিক আধিকারিকরা।


সাত দিনের মধ্যে উন্নাও কাণ্ডের তদন্ত শেষ করতে হবে সিবিআই-কে, নির্দেশ সুপ্রিম কোর্টের


HowraH TIMES ওয়েব ডেস্ক:- উন্নাও ধর্ষণ কাণ্ডের নিগৃহীতার গাড়ি ‘দুর্ঘটনা’ নিয়ে এক সপ্তাহের মধ্যে সিবিআই-কে তদন্ত শেষ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এই মামলা উঠেছিল দেশের শীর্ষ আদালতে। সেই শুনানিতেই  প্রধান বিচারপতি রঞ্জন গগৈ কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেটার কাছে জানতে চান, কতদিন লাগবে তদন্ত করতে? জবাবে তুষার মেটা বলেন, ‘এক মাস।’ এরপর প্রধান বিচারপতি বলেন, “এক মাস নয় , সাত দিনের মধ্যে তদন্ত করুন।”

এ দিনের শুনানিতে প্রধান  বিচারপতি সলিশিটর জেনারেলকে প্রশ্ন করেন, “নিগৃহীতার শারীরিক অবস্থা এখন কেমন?” তুষার মেটা বলেন, “আপাতত ভেন্টিলেশনে রয়েছেন।” 

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...