Wednesday, August 7, 2019

১৫ -১৮ বন্ধ হচ্ছে শিয়ালদহ উড়ালপুল , ঘুরপথে চলবে যানবাহন


HOWRAH TIMES ডিজিটাল ডেস্ক:-১৫- ১৮ চারদিন বন্ধ থাকছে শিয়ালদহ উড়ালপুল৷ মেরামতি ও বহন ক্ষমতা পরীক্ষার জন্য চার দিন বন্ধ রাখা হবে এই সেতু৷  ফলে, ১৫ অগস্ট থেকে১৮ অগস্ট রবিবার পর্যন্ত চার দিন ঘুরপথে চলবে  যান বাহন।  

শিয়ালদহ উড়ালপুল কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তা। আশির দশকে সেটি তৈরি করেছিল কেএমডিএ। নাম দেওয়া হয় ‘বিদ্যাপতি সেতু’। যদিও লোকমুখে তা শিয়ালদহ উড়ালপুল বলেই বেশি পরিচিত।




সম্প্রতি ‘কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি’ (কেএমডিএ) ওই উড়ালপুল সম্পর্কে যে‌ রিপোর্ট দিয়েছে তাতে পরিষ্কার জানানো হয়েছে, শিয়ালদহ উড়ালপুলের স্বাস্থ্যের হাল ভাল নয়।ওই সেতুর মেরামতি করা প্রয়োজন।

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...