Wednesday, August 14, 2019

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে


অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত বছরগুলোর মতো উদ্যোক্তাদের ভাবনায়  এ বছরেও থাকছে  নতুন এবং আকর্ষণীয় কিছু চিন্তা ভাবনা যা  সুদূর কলকাতা ও মেদিনীপুর তথা দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের নিরাশ করবে না বলে দাবি এই পুজো কমিটির।

গত বছর এদের  হোগলা পাতার তৈরি প্রতিমা এবং ভুটানের স্বর্ণ মন্দিরের আদলে তৈরি অভিণব পূজো মন্ডপ চ্যালেঞ্জ জানিয়েছিল শহরের বিগবাজেটের পুজোগুলিকে । এছাড়াও গত বছর এদের অন্যতম আকর্ষণ  ছিল ৫২ তম বর্ষে ৫২ তম ডিজাইনের  আলোক সজ্জা যা দর্শনাথীদের হৃদয় ছুঁয়ে গেছিল।
এবছর ১ বছরে ১০০০ (এক হাজার) গাছ লাগানোর অঙ্গিকার নিয়ে বাছরী যুব সংঘ আবির্ভুত হতে চলেছে এক পরিবেশ বান্ধব পুজো আয়োজনের লক্ষ্যে।

৫৩ তম বর্ষে এদের ভাবনায় রয়েছে পরিবেশ বান্ধব রঙিন রেশমী সুতার সাজে মাতৃ প্রতিমা  যা কোনও প্লাস্টিক বা ধাতব উপাদান দ্বারা তৈরি নয় এবং মন্ডপ ভাবনায় থাকছে  ইতিহাসের পাতা থেকে নেওয়া দিল্লির লালকেল্লার আদলে পূজা মণ্ডপ। এবছর এই পুজো  কমিটির নতুন উদ্যোগ ও প্রধান উদ্দেশ্য মানুষের মনে পরিবেশ সচেতনতার সৃষ্টি করা এবং সেই লক্ষ্যে  এবছর  সমগ্র পূজা মণ্ডপটিকে সম্পূর্ন পরিবেশ বান্ধব করতে উদ্যোক্তারা  সচেষ্ট ও সচেতনতা।
  এবছর এই পুজোর থিম ভাবনাকে গানের মধ্য দিয়ে  প্রাণ সঞ্চার করতে চলেছেন শ্যামপুর থানা তথা হাওড়া জেলার স্বনামধন্য বাচিক শিল্পী শুভময় কথা নৈবেদ্য ঘোষ।

  ৭৩ তম স্বাধীনতা দিবস ও রাখিবন্ধন  প্রাক্কালে আজ ১৪ ই অগাস্ট  বাছরী যুব সংঘ তাদের পুজোর প্রথম আত্মপ্রকাশ করল খুঁটি পুজোর মধ্য দিয়ে। সেই সঙ্গে ছিল বৃক্ষরোপণ কর্মসূচি। 

Tuesday, August 13, 2019

ব্যতিক্রমী নজির , ক্যানসার রোগীদের জন্য চুল দান করলেন বাউড়িয়ার বধূ


HOWRAH TIMES ডিজিটাল ডেস্ক:- থ্যালাসেমিয়া রোগীকে রক্তদানের কথা সকলেই শুনেছে। কিন্তু, ক্যান্সার রোগীকে চুলদান? হ্যাঁ,অনেকেই হয়তো ব্যাপারটা সম্পর্কে অবগত আছেন,আবার কেউ পরিচিত নন।সাম্প্রতিক সময়ে উত্তরবঙ্গের রায়গঞ্জের দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া তিতির তার নিজের চুলদান করেছিল।আর তা দেখেই প্রাণিত হয়ে   ক্যান্সার আক্রান্ত মুমূর্ষু রোগীদের স্বার্থে চুল দান করার ইচ্ছেপ্রকাশ করেছিলেন বাউরিয়ার গৃহবধূ ছন্দা ঘোষ ।

তাঁর এই মহৎ ইচ্ছেকে বাস্তবায়িত করতে উদ্যোগী হয় হাওড়া আমতার  স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্ন দেখার উজান গাঙ'। সংগঠনের তরফে যোগাযোগ করা হয় মুম্বাইয়ের একটি সংস্থার সাথে।তাঁদের সবুজ সংকেত পাওয়ার পরই ছন্দা দেবীর ১৭ ইঞ্চি চুলের ১২ ইঞ্চি চুল কাটা হয় ও তা তিনি   তুলে দেন এ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধির হাতে। যা ঐ সংগঠন মারফত মুম্বাইয়ের ওই সংস্থার কাছে পৌঁছে যায়।

উপযুক্ত প্রক্রিয়াকরন পর ওই চুল থেকে তৈরি উইগ মুম্বাইয়ের ছ'টি ক্যান্সার হাসপাতালের দুঃস্থ রোগীদের হাতে তুলে দেবে উক্ত সংস্থা।

বিভিন্ন বেড়াজালকে ছিন্ন করে ছন্দাদেবীর নেওয়া এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানানোর কোনো ভাষাই যথেষ্ট নয়।তাঁর এই মহান ভাবনাকে কুর্নিশ।কোমোথেরাপির পর ক‍্যানসার রোগীদের  চেহারাটা সকলেরই চেনা। কেমোথেরাপির কারণে চুল পড়ে যায় রোগীর। রোগের সাথে লড়াইয়ে নামা রোগীই প্রথম আত্মবিশ্বাস হারায় তার এই রূপে। কিন্তু তাদের জন্য এই ভাবনা বা  হাসি ফেরানোর জন‍্য উদ‍্যোগী হয় ক'জন? যদি তাঁদের ফিরিয়ে দেওয়া যেত আগের চেহারায় এই ভাবনা থেকেই ছন্দাদেবীর এগিয়ে আসা ।বিভিন্ন কুসংস্কারের বেড়াজালকে ছিন্ন করে ছন্দাদেবীর নেওয়া এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানানোর কোনো ভাষাই যথেষ্ট নয়।


ভগ্ন স্বাস্থ্যে নজর, ৩ দিন আংশিক বন্ধ থাকবে হাওড়ার বঙ্কিম সেতু


Howrah TIMES ডিজিটাল ডেস্ক: নজরে স্বাস্থ্য, তাই মেরামতির জন্য এবার আংশিক বন্ধ রাখা হবে হাওড়ার বঙ্কিম সেতুও।  হাওড়া ময়দান এলাকার সঙ্গে হাওড়া স্টেশনের সংযোগ রক্ষা করে থাকে এই সেতুটি। মেরামতির জন্য দুই লেনের এই সেতুর একটি লেন ২৩-২৫ অগাস্ট রাত ১২টা পর্যন্ত   বন্ধ রাখা হবে।

আজ হাওড়া সিটি পুলিসের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কেএমডিএ-র আধিকারিকরা। পাশাপাশি, ব্রিজ পরিদর্শনও করেন পুলিস আধিকারিকরা। একটি লেন বন্ধ করে মেরামতির কাজ হওয়ায় যাতে যানজটের কোনও সমস্যা না হয়, তারজন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আশ্বাস দেন পুলিস কর্তারা।

জানা গিয়েছে, ২৩ আগস্ট ভোর থেকে তিনদিন বন্ধ থাকবে বঙ্কিম সেতুর হাওড়া ময়দান থেকে হাওড়া স্টেশনে যাওয়ার লেনটি।  হাওড়া ময়দান থেকে হাওড়া স্টেশনে যাওয়ার লেনটি বন্ধ থাকায়, অন্য লেনটি দিয়ে ওই গাড়িগুলি যাবে।



১) উত্তর হাওড়ায় যেতে গেলে হাওড়া বাসস্ট্যান্ডের পাশ দিয়ে ডবসন রোড ধরে যেতে হবে।
২) দক্ষিণ হাওড়ার দিকে যেতে গেলে হাওড়া স্টেশনের পাশ দিয়ে ফোরশোর রোড ধরে যেতে হবে।
৩) মধ্য হাওড়ার দিকে যেতে হলে হাওড়া বাসস্ট্যান্ডের পাশ দিয়ে আই সি বোস রোড হয়ে বাঙালবাবু ব্রিজ ধরে ফাঁসিতলা মোড় দিয়ে ঢুকতে হবে।

Saturday, August 10, 2019

আদি তৃনমূলের ঠাঁই‌ হয়নি কমিটিতে, অভিযোগে উত্তাল কোতয়ালী ভবন


তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল কোতোয়ালি ভবন। বিক্ষোভের লক্ষ্য মৌসম বেনজির নুর।  আজ বেলা বারোটা নাগাদ কোতোয়ালি ভবনে বিক্ষোভ শুরু করেন দলের কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীদের বক্তব্য,  ব্লক স্তর বা পঞ্চায়েত নতুন   কমিটিতে  পুরোটাই কংগ্রেসের কর্মীদের জায়গা হয়েছে।  নামটাই যা তৃণমূল। কারণ কংগ্রেস ছেড়ে যাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন তাঁদের নিয়েই তৈরি হয়েছে এই কমিটি। আদি তৃণমূলের কাউকেই এখানে ঠাঁই দেওয়া হয়নি ।  এই অভিযোগে বেলা বারোটা নাগাদ প্রায় এক হাজার তৃণমূল কর্মী সমর্থক ঘিরে ফেলেন কোতোয়ালি ভবন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন মৌসম।

Wednesday, August 7, 2019

গাছ বাঁচাতে অভিনব উদ্যোগ নিল উলুবেড়িয়া কলেজের বোটানি বিভাগ


HOWRAH TIMES ডিজিটাল ডেস্ক:- বেশ কিছু প্রাথমিক বিদ্যালয় বৃক্ষরোপণ ও তার সঠিক পরিচর্যায় বিশেষ পদক্ষেপ আগেই গ্রহণ করেছিল।এবার বৃক্ষরোপণ ও তার সঠিক পরিচর্যা সম্পর্কে  পড়ুয়াদের সচেতন করে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল উলুবেড়িয়া কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগ।যার পোশাকি নাম দেওয়া হয়েছে 'একটি পড়ুয়া,একটি গাছ'। নবীনবরণ উপলক্ষ্যে নবাগত ৫০ জন পড়ুয়াকে একটি করে বৃক্ষজাতীয় গাছের চারা তুলে দেওয়া হয়।সেই চারা গাছ পড়ুয়ারা নিজেদের বাড়িতে গিয়ে রোপণ করবে।এতেই অবশ্য থেমে থাকবেনা।তা সঠিকভাবে পরিচর্যা হচ্ছে কিনা তা জানার জন্য প্রতি ছ'মাস অন্তর পড়ুয়াদের বসানো গাছের ছবি তুলে আনতে হবে।

সেক্ষেত্রে সেমিস্টারে ইন্টারনাল এসেসমেন্টের উপর বিশেষ নাম্বার রাখা হয়েছে বলে জানান ঐ বিভাগের অতিথি অধ্যাপিকা শ্রীমতী আরি।বিভাগীয় প্রধান ড.পীযুষকান্তি দাস জানান,সমাজের সর্বস্তরের মানুষের কাছে ছাত্রছাত্রীদের মধ্য দিয়ে সবুজ বাঁচানোর বার্তা পৌঁছে দিতে হবে।কেবল বৃক্ষরোপণই নয় তার সঠিক পরিচর্যা দরকার।তাই পড়ুয়াদের মধ্যে সচেতনতার শুভবীজ বপন করার লক্ষ্যেই তাঁদের এই উদ্যোগ।

পানিপথের চতুর্থ যুদ্ধে সাঁতরাগাছি আন্ডারপাসে আপনাদের স্বাগত !


রণতোষ মুখোপাধ্যায়:- বছর বদলায় কিন্তু সাঁতরাগাছি আন্ডারপাসের জল যন্ত্রনার ছবিটা বদলায় না। নামেই টার্মিনাল  স্টেশন কিন্তু স্টেশন থেকে বের হলেই জলযন্ত্রণা। গোটা আন্ডারপাস ও বাস স্ট্যান্ড জুড়ে হাঁটু জল। আন্ডারপাসের একপাশের পাথরের স্ল্যাব দিয়ে সন্তর্পণে চলছে যাতায়াত। আন্ডারপাসে ঢোকার আগে লম্বা লাইন।
নিম্নচাপ বা বর্ষার কালো মেঘ দেখলেই ঐ পথে যাতায়াতকারী  ঘরপোড়া গরুরা থুড়ি নিত্যযাত্রীরা যেমন ভয় পান তেমনই স্থানীয় রিক্সা বা ভ্যান চালকেরা অপেক্ষা করেন ঝোপ বুঝে কোপ মারার এই  মওকার।  জলপারাপারের জন্য সেবা দিতে এ সময় তারা  তৎপর থাকেন ঠিকই  কিন্তু সেবা নিতে ওই সামান্য পথ পেরোতে অসহায় যাত্রীদের দিতে হয়  কড়কড়ে ৫০ বা ১০০টি টাকা। বর্ষার সময়ে বা কিছুক্ষনের বৃষ্টির পরে  দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখার সাঁতরাগাছি রেল স্টেশনের আন্ডারপাসে এটিই নিত্যনৈমিত্তিক ছবি।
           (গতকাল সন্ধ্যায় আন্ডারপাসের জলছবি)

দ্বিতীয় হুগলি সেতু তৈরি হওয়ার পরে ক্রমেই গুরুত্ব বেড়ে চলেছে সাঁতরাগাছি রেল স্টেশনের। বেশিরভাগ দূরপাল্লার ট্রেন এই স্টেশনে থামে। এখান থেকে বেশ কিছু দূরপাল্লার ট্রেন ছাড়েও। সাঁতরাগাছি স্টেশনের পাশেই কোনা এক্সপ্রেসওয়ে। এই রাস্তার এক দিক চলে গিয়েছে আন্দুলের দিকে। অন্য দিকে, দ্বিতীয় হুগলি সেতু হয়ে কলকাতার রবীন্দ্রসদনে যাওয়া যায়। এই রাস্তা দিয়ে নবান্ন, ধর্মতলা, হাওড়ার মন্দিরতলা, ডুমুরজলা স্টেডিয়াম এবং হাওড়া জেলা হাসপাতালে যাওয়া যায়।

রেল স্টেশনের ছ’নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিছুটা এগিয়েই কোনা এক্সপ্রেসওয়ে। এটি একমুখী রাস্তা। আন্ডারপাসের পাশের সিঁড়ি দিয়ে রাস্তায় উঠে সহজেই ধূলাগড়,আমতা,বাগনান  শহরতলির বাস ধরা যায়। কিন্তু কলকাতা, হাওড়া বা নবান্নে যেতে গেলে আন্ডারপাস দিয়ে যাওয়া ছাড়া কোনও উপায় নেই। সাঁতরাগাছি রেল স্টেশনে আসতে হলেও এই আন্ডারপাসই ব্যবহার করতে হয়। অথচ বর্ষার সময় প্রায় প্রতি দিনই আন্ডারপাসে জল জমে থাকে। প্রতি দিন হাজার হাজার যাত্রী এই পথ ব্যবহার করেন।


বাসিন্দাদের অভিযোগ এলাকার খাল এবং নিকাশীর সংস্কার না হওয়াতেই ফি বছরের এই দুর্ভোগ। বর্ষার রোজনামচা। সাঁতরাগাছিতে রেল লাইন সম্প্রসারণের কাজ চলছে। সেই কারণে বর্ষায় যে জল জমবে তার আগাম সঙ্কেত রেলকে দিয়েছিল হাওড়া পুরনিগম।কিন্তু তারপরেও কাজ হয়নি।

শুধু সাঁতরাগাছিই নয়। গোটা হাওড়া শহরেই বর্ষার
একই  জলছবি। হাওড়ার বিভিন্ন ওয়ার্ড - মধ্য হাওড়া,শিবপুর,দক্ষিণ হাওড়া, লিলুয়া,বেলুড়, উত্তর হাওড়ার বিভিন্ন ওয়ার্ড জলে ভাসার অপেক্ষায়।

সাঁতরাগাছি আন্ডারপাসের জল যন্ত্রনার এই পুরাতন রোগের দায় পুরসভা ঠেলে রেলের দিকে, রেল ঠেলে‌ হাওড়া পুরসভার দিকে। আর এই দায় ঠেলাঠেলির চক্রবুহে পড়ে অভিমন্যু নিত্যযাত্রীরা  সার বুঝে নিয়েছেন , এর থেকে মুক্তি নেই শুধু যুদ্ধ আছে, চতুর্থ পানিপথের‌ যুদ্ধ।

ছবি:- অর্পন দাস। মধুমিতা বেরা।

১৫ -১৮ বন্ধ হচ্ছে শিয়ালদহ উড়ালপুল , ঘুরপথে চলবে যানবাহন


HOWRAH TIMES ডিজিটাল ডেস্ক:-১৫- ১৮ চারদিন বন্ধ থাকছে শিয়ালদহ উড়ালপুল৷ মেরামতি ও বহন ক্ষমতা পরীক্ষার জন্য চার দিন বন্ধ রাখা হবে এই সেতু৷  ফলে, ১৫ অগস্ট থেকে১৮ অগস্ট রবিবার পর্যন্ত চার দিন ঘুরপথে চলবে  যান বাহন।  

শিয়ালদহ উড়ালপুল কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তা। আশির দশকে সেটি তৈরি করেছিল কেএমডিএ। নাম দেওয়া হয় ‘বিদ্যাপতি সেতু’। যদিও লোকমুখে তা শিয়ালদহ উড়ালপুল বলেই বেশি পরিচিত।




সম্প্রতি ‘কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি’ (কেএমডিএ) ওই উড়ালপুল সম্পর্কে যে‌ রিপোর্ট দিয়েছে তাতে পরিষ্কার জানানো হয়েছে, শিয়ালদহ উড়ালপুলের স্বাস্থ্যের হাল ভাল নয়।ওই সেতুর মেরামতি করা প্রয়োজন।

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...