Wednesday, August 14, 2019

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে


অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত বছরগুলোর মতো উদ্যোক্তাদের ভাবনায়  এ বছরেও থাকছে  নতুন এবং আকর্ষণীয় কিছু চিন্তা ভাবনা যা  সুদূর কলকাতা ও মেদিনীপুর তথা দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের নিরাশ করবে না বলে দাবি এই পুজো কমিটির।

গত বছর এদের  হোগলা পাতার তৈরি প্রতিমা এবং ভুটানের স্বর্ণ মন্দিরের আদলে তৈরি অভিণব পূজো মন্ডপ চ্যালেঞ্জ জানিয়েছিল শহরের বিগবাজেটের পুজোগুলিকে । এছাড়াও গত বছর এদের অন্যতম আকর্ষণ  ছিল ৫২ তম বর্ষে ৫২ তম ডিজাইনের  আলোক সজ্জা যা দর্শনাথীদের হৃদয় ছুঁয়ে গেছিল।
এবছর ১ বছরে ১০০০ (এক হাজার) গাছ লাগানোর অঙ্গিকার নিয়ে বাছরী যুব সংঘ আবির্ভুত হতে চলেছে এক পরিবেশ বান্ধব পুজো আয়োজনের লক্ষ্যে।

৫৩ তম বর্ষে এদের ভাবনায় রয়েছে পরিবেশ বান্ধব রঙিন রেশমী সুতার সাজে মাতৃ প্রতিমা  যা কোনও প্লাস্টিক বা ধাতব উপাদান দ্বারা তৈরি নয় এবং মন্ডপ ভাবনায় থাকছে  ইতিহাসের পাতা থেকে নেওয়া দিল্লির লালকেল্লার আদলে পূজা মণ্ডপ। এবছর এই পুজো  কমিটির নতুন উদ্যোগ ও প্রধান উদ্দেশ্য মানুষের মনে পরিবেশ সচেতনতার সৃষ্টি করা এবং সেই লক্ষ্যে  এবছর  সমগ্র পূজা মণ্ডপটিকে সম্পূর্ন পরিবেশ বান্ধব করতে উদ্যোক্তারা  সচেষ্ট ও সচেতনতা।
  এবছর এই পুজোর থিম ভাবনাকে গানের মধ্য দিয়ে  প্রাণ সঞ্চার করতে চলেছেন শ্যামপুর থানা তথা হাওড়া জেলার স্বনামধন্য বাচিক শিল্পী শুভময় কথা নৈবেদ্য ঘোষ।

  ৭৩ তম স্বাধীনতা দিবস ও রাখিবন্ধন  প্রাক্কালে আজ ১৪ ই অগাস্ট  বাছরী যুব সংঘ তাদের পুজোর প্রথম আত্মপ্রকাশ করল খুঁটি পুজোর মধ্য দিয়ে। সেই সঙ্গে ছিল বৃক্ষরোপণ কর্মসূচি। 

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...