Wednesday, April 24, 2019

কাল থেকে হাওড়া কোর্টে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি




N H T ওয়েব ডেস্ক:-  পার্কিংকে কেন্দ্র করে রণক্ষেত্র হাওড়া পুরসভা ও আদালত চত্বর।  পরিস্থিতি আয়ত্তে আনতে নামাতে হয  ব়্যাফ।  পরিস্থিতি স্বাভাবিকে আনতে করতে হয় লাঠিচার্জ।এখনও থমথমে এলাক। মোতায়েন রয়েছে বিশাল সংখ্যক পুলিশ।


জানা গিয়েছে, আজ সকালে হাওড়া পুরসভার বাইরে গাড়ি পার্কিং করছিলেন এক আইনজীবী। অভিযোগ, সেই সময় তাঁকে বাধা দেন পুরসভার এক কর্মী। এই নিয়ে তাঁদের মধ্যে কথা কাটাকাটিও হয়। অভিযোগ, এরপর হঠাৎই আদালতে চড়াও হন পুরসভার বেশ কয়েকজন কর্মী। আদালতের ভিতর ভাঙচুর চালায় তাঁরা। এমনকী আইনজীবীদেরও মারধর করার অভিযোগ ওঠে ওই পুরকর্মীদের বিরুদ্ধে। ঘটনায় আহত হন ৫ আইনজীবী। অভিযোগ, এরপরই পালটা পুরকর্মীদের উপর হামলা চালায় আইনজীবীরা। দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়া পুরসভা ও আদালত চত্বর। শুরু হয় ইটবৃষ্টি।ঘটনায় আহত হয়েছেন দুপক্ষক্ষের বেশ কয়েকজন।আহত একাধিক সংবাদ মাধ্যমের প্রতিনিধি। ঘটনার খবর পেয়ে পুলিশ কমশনার বিশাল গর্গ কে নিয়ে আদালত চত্বরে পৌঁছে যান মন্ত্রী অরূপ রায়।সাথে বিদায়ী মেয়র রথীন চক্রবর্তী।তাদের দেখে আইনজীবি রা গো ব্যাক স্লোগান তোলেন।


পুরকর্মীদের অভিযোগ, হাওড়া আদালত চত্বরে বেআইনিভাবে গাড়ি পার্কিং করতেন আইনজীবীরা। সে জন্যই তাদের বাধা দেওয়া হয়। এতেই তাদের ওপরে চড়াও হন আইনজীবীরা।
আইনজীবীদের অভিযোগ,পুলিশ আদালত চত্বরে ঢুকে নির্বিচারে লাঠি চালিয়েছে।মহিলা পুলিশ ছাড়াই পুলিশ আদালত চত্বরে ঢুকে মহিলা আইনজীবীদের মাটিতে ফেলে লাঠি চার্জ করে।তাই কাল থেকে তারা অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি শুরু করবেন।

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...