Thursday, August 1, 2019

ডায়মন্ড হারবার জেটি ঘাটের কাছে ১১৭ নং জাতীয় সড়কে ধস,বন্ধ কাকদ্বীপ-কলকাতা যান চলাচল


HOWRAH TIMES ডিজিটাল ডেস্ক:- ডায়মন্ডহারবার জেটি ঘাটের কাছে  ১১৭ নং জাতীয় সড়কে বড়সড় ধস। কাকদ্বীপ - বকখালি --কলকাতা সড়ক যোগাযোগ   বিপর্যস্ত।
সংস্কারের দেড়মাসের মধ্যেই  ১১৭ নং জাতীয় সড়কের একাংশ  হুগলি নদীতে চলে যাওয়ায় রীতিমতো আতঙ্কিত ছড়িয়েছে।

জেটি ঘাটের কাছে প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে রাজ্য সরকারের নদী সৌন্দর্যয়ান প্রকল্পের কাজ চলছে। স্থানীয়দের অভিযোগ, সঠিক পদ্ধতি মেনে এই কাজ করা হচ্ছেনা। উপযুক্ত ব্যবস্থা না করেই বড় মেশিন এনে চলছিল নদীর ধারে মাটি কাটার কাজ। এভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা না নিয়েই ড্রিল করায় জাতীয় সড়কের নীচের  মাটি আলগা হয়ে যায় ।
বৃহস্পতিবার সকালে হঠাৎই নদীর পাড় সংলগ্ন ১১৭ নং জাতীয় সড়কের ৫০ মিটার রাস্তা ধস নেমে নদীগর্ভে চলে যায়। দুর্ঘটনার ফলে কোন প্রাণহানি না ঘটলেও বড়সড় বিপদের সম্মুখীন হতে পারে ডায়মন্ডহারবার।
ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিধায়ক দীপক হালদার, মহকুমাশাসক কৌশিক সাহা
এলাকা পরিদর্শনে প্রশাসনিক আধিকারিকরা।


No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...