Thursday, August 1, 2019

সাত দিনের মধ্যে উন্নাও কাণ্ডের তদন্ত শেষ করতে হবে সিবিআই-কে, নির্দেশ সুপ্রিম কোর্টের


HowraH TIMES ওয়েব ডেস্ক:- উন্নাও ধর্ষণ কাণ্ডের নিগৃহীতার গাড়ি ‘দুর্ঘটনা’ নিয়ে এক সপ্তাহের মধ্যে সিবিআই-কে তদন্ত শেষ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এই মামলা উঠেছিল দেশের শীর্ষ আদালতে। সেই শুনানিতেই  প্রধান বিচারপতি রঞ্জন গগৈ কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেটার কাছে জানতে চান, কতদিন লাগবে তদন্ত করতে? জবাবে তুষার মেটা বলেন, ‘এক মাস।’ এরপর প্রধান বিচারপতি বলেন, “এক মাস নয় , সাত দিনের মধ্যে তদন্ত করুন।”

এ দিনের শুনানিতে প্রধান  বিচারপতি সলিশিটর জেনারেলকে প্রশ্ন করেন, “নিগৃহীতার শারীরিক অবস্থা এখন কেমন?” তুষার মেটা বলেন, “আপাতত ভেন্টিলেশনে রয়েছেন।” 

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...