Friday, August 2, 2019

দীঘায় নিষিদ্ধ হলো প্লাস্টিকের ব্যবহার , নিয়ম ভাঙলে জরিমানা ৫০০ টাকা


HOWRAH TIMES ডিজিটাল ডেস্ক:- আজ  সপ্তাহান্তে টানা তিন দিনের ছুটিতে যাঁরা দীঘায় ছুটি কাটাতে আসছেন তাঁরা সাবধান।
গতকাল ১লা অগাস্ট থেকে দিঘায়  পুরোপুরি নিষিদ্ধ হয়েছে প্লাস্টিকের ব্যবহার।

 কোনও ব্যবসায়ী বা হোটেল কর্তৃপক্ষ প্লাস্টিকের প্যাকেটে কিছু বিক্রি করতে পারবেন না।

 থার্মোকলের থালা, গ্লাসও ব্যবহার করা যাবে না।

দীঘায় বেড়াতে এসে কোনও পর্যটক যদি কোথাও প্লাস্টিকের প্যাকেট বা থার্মোকলের থালা গ্লাস ফেলেন তা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

 এ সব কাজ করতে গিয়ে যদি কেউ হাতে নাতে ধরা পড়েন তা হলে তখনই তাঁর কাছ থেকে স্পট ফাইন পাঁচশ টাকা জরিমানা নেওয়া হবে।



প্লাস্টিকের ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞার কথা ঘোষণার পর শুক্রবার সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে খোদ জেলা সভাপতি এ দিন দিঘার পর্যটন এলাকাগুলি ঘুরে দেখেন।

 দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকেও  মাইক নিয়ে  প্রতিটি এলাকায় প্রচার করা হচ্ছে। পর্যটকরা এলে তাঁদেরও এই বিষয়ে সচেতন করার জন্য ব্যবসায়ী ও হোটেলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...