Saturday, August 3, 2019

বয়স্কদের নিরাপত্তায় হাওড়া সিটি পুলিশের নতুন হেল্পলাইন নম্বর , জেনে রাখুন


HOWRAH TIMES ডিজিটাল ডেস্ক:- ৯০৫১২০০১০০ অনুগ্রহ করে নোট করে নিন এই নম্বরটি। এটি হাওড়া  শহরের বয়স্ক নাগরিকদের নিরাপত্তায় হাওড়া সিটি পুলিশের হেল্পলাইনের নম্বর।  নিজেদের যে কোন সমস্যায় এই নম্বরে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারবেন প্রবীণ-প্রবীণারা। বা তাঁদের পরিবার-পরিজন।


সম্প্রতি কলকাতা শহরে একাকী  প্রবীণ-প্রবীণাদের টার্গেট করে একের পর এক ঘটে চলা অপরাধ প্রবণতায় ঘুম ছুটেছে প্রশাসনের। তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার অঙ্গ হিসেবে কলকাতার প্রতিটি থানায় বয়স্ক নাগরিকদের বাড়ি-বাড়ি গিয়ে বা কোন এক জায়গায় বৈঠক করে তাঁদের নিরাপত্তা বিষয়ক সমস্যা-আশঙ্কা-উদ্বেগের কথা শোনার চেষ্টা করছে কলকাতা পুলিশ। হাওড়া শহরে এ ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটার আগেই সচেতন হল হাওড়া সিটি পুলিশ। আজ শরৎ শদনে‌ আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন হল হাওড়া সিটি পুলিশের  এক্তিয়ারে  থাকা শ্রদ্ধা সদস্য ওও শহরে বয়স্ক নাগরিকদের নিরাপত্তায় হাওড়া সিটি পুলিশের হেল্পলাইনের নম্বর।
উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার সাংসদ‌ প্রসূন বন্দ্যোপাধ্যায়, হাওড়া পুরসভার বিদায়ী পুরপ্রধান রথীন চক্রবর্তী', হাওড়ার পুলিশ কমিশনার গৌরব শর্মা,
ডিসি হেড কোয়ার্টার সুনীল কুমার যাদব প্রমূখ।

1 comment:

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...