HOWRAH TIMES ডিজিটাল ডেস্ক:- পুলিশ হাসপাতালের অর্ধেক বেডে এবার থেকে চিকিৎসা পাবেন সাধারণ মানুষও।
আইপিজিএমঅ্যান্ডইআর প্রতিষ্ঠানে যুক্ত করা হবে পুলিশ হাসপাতালের ওই অংশ। সোমবার ‘সেফ ড্রাইভ-সেভ লাইফ’ দিবস উপলক্ষ্যে হরিশ মুখার্জি রোড এবং বেণীনন্দন স্ট্রিটের সংযোগস্থলের অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি ৫০ শতাংশ সংরক্ষিত থাকবে পুলিশ কর্মীদের জন্য।
প্রসঙ্গত, সপ্তাহখানেক আগেই পিজি হাসপাতালে র এক অনুষ্ঠানে খোদ মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্য সচিবকে নির্দেশ দিয়েছিলেন, পুলিশ হাসপাতাল টি দ্রুত অধিগ্ৰহন করে পিজি'র সঙ্গে যুক্ত করতে।
এ দিন বেণীনন্দন স্ট্রিটের অনুষ্ঠানে যাওয়ার আগে কলকাতা পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ট্রাফিক পুলিশকর্মী তপন ওরাঁও কে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি তপনের হাতে ৫০ হাজার টাকার একটি চেক তুলে দেন। সেখানে কলকাতার নগরপাল-সহ উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা।
প্রসঙ্গত, কয়েকদিন আগে বেপরোয়া গতির বাইক অভিযান রুখতে তৎপর কলকাতা পুলিশ যখন রাতে বিশেষ নজরদারি চালাচ্ছিলো ঠিক সেই সময় এক বেপরোয়া বাইক আরোহী কে রুখতে জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়ে ট্রাফিক কনস্টেবল তপন ওরাও ।সেই বাইক আরোহী তাকে বাইক সাথে ছেঁচরে কিছুদূর নিয়ে গিয়ে পালিয়ে যায়। সেই আহত পুলিশ কনস্টেবল তপন ওরাঁও কে দেখতে এবং তাঁর সাহসিকতার জন্য বিশেষ আর্থিক পুরস্কার তার হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী।

No comments:
Post a Comment