পৃথ্বীশরাজ কুন্তী:বিদ্যালয়ের সামনেই বসেছে রথের মেলা।জিলিপি,পাঁপড়,ঘুগনি,এগরোল,ফুচকা,খেলনার দোকানের হাতছানি পেরিয়েই ওদের আসতে হয় বিদ্যালয়ে।উৎসবের আবহে এক মনখারাপের কোলাজ। ওদের কেউ প্রত্যন্ত কৃষক পরিবার কেউবা আবার নিতান্তই দিন আনা দিন খাওয়া পরিবারের সদস্য।তাই ইচ্ছে থাকলেও সুযোগ থাকেনা নিজেদের ইচ্ছেমতো রথের মেলায় কেনাকাটা করার। তাই নিজেদের অপূর্ণতার কথা এই প্রথম খুদেরা ভাগ করে নিয়েছিল স্কুলের শিক্ষকদের সাথে।
উল্টোরথে ফলও মিলল হাতেনাতে। তাই উল্টোরথের শুভলগ্নে ছাত্রছাত্রীদের সকলকে খুশি করতে উদয়নারায়নপুর ব্লকের গড়ভবানীপুর পুন্ডরীকাক্ষ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অভিনব এক উদ্যোগ গ্রহণ করলেন।মিড-ডে-মিলে নিজেরা উদ্যোগী হয়ে রান্না করলেন জিলিপি-পাঁপড়-ঘুগনি।তা নিজে হাতে তাঁরা তুলে দিলেন ছাত্রছাত্রীদের হাতে।
উৎসবকে শুধু উপভোগ না করে ছাত্র ছাত্রীদের দায়বদ্ধতার ও পাঠ দিলেন শিক্ষক-শিক্ষিকারা। রথযাত্রায় বৃক্ষরোপণের রেওয়াজ বহুকাল থেকেই , সেই রেওয়াজ মেনেই খাওয়া দাওয়ার শেষে আমতার স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্ন দেখার উজান গাঙ' এর পক্ষ থেকে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণের ব্যবস্থা করা হয়।রোপণ করা হয় ১০ টি মেহগিনির চারা।বিদ্যালয়ের প্রধান শিক্ষক 'শিক্ষারত্ন' নুরুল আমিন জানান,বিদ্যালয় মানে কেবল শিক্ষাঙ্গন নয়।
শিক্ষার পাশাপাশি পড়ুয়াদের মধ্যে প্রকৃতি চেতনা গড়ে তুলতে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে।মিড-ডে-মিলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সন্দীপ আদক জানান,উলটো রথে বিদ্যালয় ছুটি নেই।অন্যদিকে বিদ্যালয়ের প্রাচীরের বাইরেই বসেছে রথের মেলা।এইরকম উৎসবমুখর পরিবেশে খুদে পড়ুয়াদের আনন্দদানের এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।







No comments:
Post a Comment