Thursday, July 11, 2019

লাইফ জ্যাকেট ছাড়াই সমুদ্রে ভেসেছিলেন ৫ দিন! শেষে চট্টগ্রাম উপকূল থেকে উদ্ধার


HOWRAH TIMES ডিজিটাল ডেস্ক:- ৫ দিন সমুদ্রে৷ সমুদ্রে ভেসেছিলেন নামখানার বাসিন্দা রবীন্দ্রনাথ দাস৷  লাইফ জ্যাকেট ছিল না গায়ে। উত্তাল সমুদ্রে ট্রলার ডুবে যাওয়ার পরে কোনওক্রমে ভেসে থাকেন জলে। সমুদ্রের স্রোত তাঁকে টেনে নিয়ে যায় চট্টগ্রামের উপকূলে। সেখানে একটি পণ্যবাহী জাহাজের নাবিকেরা তাঁকে দেখতে পেয়ে লাইফ জ্যাকেট ছুড়ে দেন। দু’ঘণ্টা চেষ্টার পরে জল থেকে উদ্ধার করা হয় তাঁকে।
শনিবার ট্রলারডুবিতে নিখোঁজ মৎসজীবীদের মধ্যে তিনি  এফ বি নয়ন ট্রলারের মাঝি রবীন্দ্রনাথ দাস ওরফে কানু।  কাকদ্বীপের নারায়ণপুরের বাসিন্দা রবীন্দ্রনাথ৷  ট্রলারডুবিতে এখনও নিখোঁজ ২৪ মৎস্যজীবী৷ 

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...