Saturday, July 20, 2019

হাজার কেজির পিতলের দূর্গা, থিম ভাবনায় এগিয়ে হাওড়া শ্যামপুরের এই পুজো


HOWRAH TIMESডিজিটাল ডেস্ক:- শ্রাবণের বাতাসে পুজোর গন্ধ না থাকলেও শহর ও শহরতলীর বিশিষ্ট পুজোকমিটি গুলি এখন থেকেই শুরু করে দিয়েছেন তাদের প্রস্তুতি। এ বছর কোন‌ পুজো কমিটি দর্শকদের জন্য কি চমক আনতে চলছেন তা ধীরে ধীরে প্রকাশ্যে আনছেন তারা। কলকাতার পাশাপাশি এই চমকের প্রতিযোগিতায় পিছিয়ে নেই হাওড়া জেলার। জেলার বিশিষ্ট পুজোগুলির অন্যতম শ্যামপুর থানার বাছরী ফুটবল মাঠ দুর্গা পুজো কমিটি। বিগত বছরগুলিতে তারা কখনও সাতশ কেজির ঝিনুক আবার কখনও বা হাজার কেজির কাচের দূর্গা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন জেলার মানুষকে। আর ৫৪ তম বর্ষে তাদের এবারের ভাবনা ,  হাজার কেজি পিতলের দুর্গা।



বেশ কয়েক বছর ধরেই  অভিনবত্ব ও দর্শক টানার নিরিখে এই পুজোটি হাওড়া জেলার অন্যতম সেরা পুজো গুলির মধ্যে জায়গা করে নিয়েছে।
 শ্যামপুর থানার  এই ঐতিহ্যবাহী পুজোটি   ন'টি গ্রাম নিয়ে একসাথে এই পুজোর আয়োজন করে।
পুজোর দিন গুলিতে এই পুজো ও প্রতিমা দেখতে দর্শনার্থীদের ভীড় থাকে চোখে  পড়ার মতো ।

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...