Wednesday, July 3, 2019

স্কুটার পার্কিং নিয়ে ঝগড়া থেকে সাম্প্রদায়িক অশান্তি দিল্লির চাঁদনিচকে, দিল্লির পুলিশ প্রধানকে তলব অমিত শাহের


 সামান্য   স্কুটার পার্কিং নিয়ে ঝগড়া থেকে    দিল্লির চাঁদনী চক এলাকায় সাম্প্রদায়িক অশান্তি ছড়িয়ে পড়ার ঘটনায়  বুধবার দিল্লির পুলিশ প্রধান অমূল্য পট্টনায়েককে তলব করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পট্টনায়ক বলেন, রুটিনমাফিক দিল্লির চাঁদনী চকের ঘটনা নিয়ে তাঁকে ব্রিফ করেছি। এখন সেখানে কী পরিস্থিতি রয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সব তিনি জানতে চেয়েছেন।

রবিবার রাতে পুরানো দিল্লির হাউজ কাজি অঞ্চলে গাড়ি পার্কিং করা নিয়ে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া হয়। সামান্য ঘটনা থেকে দ্রুত সাম্প্রদায়িক অশান্তি ছড়িয়ে পড়ে। রবিবারের পরেও তার জেরে সোমবার চাঁদনী চক ও চাউরি বাজার অঞ্চলে কয়েকটি দোকানে ভাঙচুর  চলে বলে অভিযোগ। একটি ধর্মস্থানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...