Wednesday, July 3, 2019

অঙ্গ প্রতিস্থাপনে গ্ৰিন করিডর গড়ে নজির গড়ল হাওড়া সিটি পুলিশ


HOWRAH TIMES ডিজিটাল ডেস্ক:-এর আগে কলকাতা পুলিশ  ট্র্যাফিক গ্রিন করিডর তৈরি করে মাত্র ১৬ মিনিটে বিমানবন্দর থেকে বাইপাসের হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন হৃদপিন্ড। সেদিন রাত  ১০.১৫ নাগাদ হৃৎপিণ্ডটি মুম্বই থেকে বিমানে এসে পৌঁছয় কলকাতায়। এবং বিমানবন্দর কর্তৃপক্ষ এবং পুলিশের তৎপরতায় ১০.২২-এ রওনা হয়ে যায় ফোর্টিস হসপিটালের উদ্দেশ্যে।হৃৎপিণ্ডটি ফোর্টিস হাসপাতালে পৌঁছে যায় ১০.৩৮-এর কয়েক মুহূর্ত পরে, মাত্র ১৬ মিনিট ২৩ সেকেন্ডে। শুরু হয় হৃৎপিণ্ড প্রতিস্থাপন প্রক্রিয়া।

আর এবার অঙ্গ প্রতিস্থাপনে গ্ৰিন করিডর গড়ে নজির গড়ল হাওড়া সিটি পুলিশ। শহরে এই প্রথম সব সিগন্যাল সবুজ করে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হল অঙ্গ। হাওড়ার নারায়না হাসপাতাল থেকে এসএসকেএম , এই পথে গ্ৰিন করিডর তৈরি করে অত্যন্ত দ্রুতগতায়  হার্ট, কিডনি ও লিভার পৌঁছে গেল  SSKM হাসপাতালে প্রতিস্থাপনের উদ্দ্যেশ্য। 


এই দুরূহ কাজ টি প্রথমবার সম্পন্ন হল  হাওড়ায়, হাওড়া  সিটি পুলিশের ট্রাফিক ও পাইলট পুলিশ কর্মীদের যৌথ প্রচেষ্টায়।




1 comment:

  1. এই কর্মকান্ডে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন,তাদের সকলকে আমি অভিবাদন জানাই।মানুষের জন্য মানুষ এই সার সত্য বুজতে পারলে মানুষই ভগবান হয়ে যায়।

    ReplyDelete

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...