Wednesday, July 10, 2019

অভিনেতার পর এবার মৃত্যুর ভুয়ো খবর ছড়াল বিশিষ্ট শিল্পী নারায়ণ দেবনাথের


HOWRAH TIMES ডিজিটাল ডেস্ক:- বিশিষ্ট শিল্পী শ্রী নারায়ণ দেবনাথ ভালো আছেন, সুস্থ আছেন। অভিনেতা ভিক্টর ব্যানার্জির মৃত্যুর ভুয়ো খবরের পর গতকাল থেকে এই শিল্পীর মৃত্যুর ভুয়ো খবর  ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনেকে সেই খবরে শোকজ্ঞাপনও  করতে শুরু করেন। আজও এই খবর ছড়াতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্ৰুপে। এর জেরে গতকাল থেকেই  জেরবার দেবনাথ পরিবার।  আজ সকাল থেকেই   অকারণে অতিউৎসায়ী মানুষদের ফোনে ফোনে ব্যতিব্যস্ত তাঁরা।
যদিও এই  ঘটনা এই প্রথম নয়। এর আগেও এই শিল্পীকে নিয়ে এমন গুজবের   ঘটনা ঘটেছিলো বেশ কয়েক মাস আগে ।


 একাধিক প্রজন্মের শৈশব-কৈশোর-যৌবন-বার্ধক্য ভরিয়ে রেখেছেন হাওড়ার এই বিশিষ্ট শিল্পী তাঁর অমর হয়ে যাওয়া কিছু চরিত্র ও ছবি/কার্টুন দিয়ে। সে  নন্টে- ফন্টেই হোক বা বাঁটুল- প্রজন্মের পর প্রজন্মের কাছে এক নির্ভেজাল আনন্দের রসদ।


No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...