Wednesday, July 24, 2019

বাসের জানলায় কনুই বের করে রাখার ভুলে হাত খুইয়ে খেসারত দিতে হল‌ যাত্রীকে


বাসের জানালা  দিয়ে হাত বার করে রাখার চরম খেসারত দিতে হল এক যাত্রীকে।
 বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ এই ঘটনা ঘটে টালিগঞ্জ করুণাময়ী কালি মন্দিরের সামনে। জখম ব্যক্তির নাম উৎপল কর্মকার। হরিদেবপুর থেকে ৪০ এ বাসে চেপে টালিগঞ্জ ট্রাম ডিপোর দিকে যাচ্ছিলেন বছর পঁয়তাল্লিশের উৎপল বাবু। ঠিক টালিগঞ্জ-করুণাময়ী ক্রসিংয়ের কাছে একটি নির্মীয়মান পিলারের সাথে ঘষা খেয়ে এক ধাক্কায় কনুই থেকেই ছিটকে বেরিয়ে গিয়ে কাটা হাত গিয়ে পড়ে‌ পাশের নর্দমায়।

আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তি বর্তমানে এম আর বাঙুর হাসপাতালে চিকিত্সাধীন। তাঁর অস্ত্রোপচার হয়েছে।


কোন্নগরের নবগ্রাম হীরালাল পাল কলেজে শিক্ষক নিগ্রহের ঘটনায় ধৃত ২ ছাত্র


দুর্ঘটনার পর ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। রাস্তার পাশে একটি নর্দমা ছিল। হাত খুলে ওই নর্দমায় গিয়ে পড়ে। দুর্ঘটনার পর ওই জায়গায় গিয়ে দেখা যায়, রক্তে ভেসে যাচ্ছে রাস্তা-নর্দমা। রাস্তার গা ঘেঁষে দাড়িয়ে থাকা নির্মীয়মাণ বাড়ির ওই পিলার এরপর ভেঙে দিতে উদ্যত হয় ক্ষিপ্ত জনতা। শাবল, গাঁইতি দিয়ে পিলার ভাঙতে দেখা যায় স্থানীয়দের

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...