News H Times ডিজিটাল ডেস্ক:- এ বার নরকঙ্কাল উদ্ধার হল মুজফ্ফরপুরের শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ হাসপাতালের পিছন থেকে। আর তা নিয়ে দিনভর চলল চাপানউতোর। মুজফ্ফরপুরের শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ হাসপাতালের নাম বিগত বেশ কয়েকদিন আগে থেকেই খবরের শিরোনামে। গোটা বিহারে অ্যাকিউট এনসেফেলাইটিস সিনড্রোমে যে মৃত্যু মিছিল তার অধিকাংশ মুজফফরপুরেই এবং এই শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ হাসপাতালে।
স্বভাবতই এই হাসপাতালের পিছনদিকের একটি জঙ্গল মতো জায়গায় বেশ কয়েকটি করোটি এবং হাড়গোড় উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ায়, তবে কি বিহারে অ্যাকিউট এনসেফেলাইটিস সিনড্রোমে মৃতের সংখ্যা ঢাকতেই মৃতদেহ লুকিয়ে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল!
যদিও এমন সম্ভাবনা উড়িয়ে দিয়ে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন সুপার এস কে শাহি। তাঁর বক্তব্য, ‘‘হাসপাতালের এক শ্রেণির কর্মীর গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। মৃতদেহের সৎকারের জন্য সরকার ২ হাজার টাকা বরাদ্দ করে।’’ কিন্তু সেই টাকা নিয়েও কাজটি করা হয়নি বলেই মনে করছেন তিনি।

No comments:
Post a Comment