News H Times ডিজিটাল ডেস্ক:- কাটমানি নেওয়ার তালিকায় দলের বিধায়ক-সাংসদরা থাকলে, তাঁরাও রেহাই পাবেন না বলে স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী। এবার সাংসদ তথা কলকাতা পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু সেনের বিরুদ্ধে কাটমানি নেওয়ার বিস্ফোরক অভিযোগ আনলেন সিঁথির এক প্রমোটার। শান্তনুবাবু আবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতিও। এ বার সেই শান্তনুকে কয়েক দফায় ৪০-৪২ লক্ষ টাকা ‘তোলা’ দিয়েছেন বলে দাবি করলেন সুমন্ত চৌধুরী ওরফে নান্তি নামে এক প্রোমাটার।
দমদমের সিঁথি এলাকায় প্রোমোটারি করেন সুমন্তবাবু।

No comments:
Post a Comment