News H Times ডিজিটাল ডেস্ক:- রবিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়াতে শুরু করে অভিনেতা ভিক্টর ব্যানার্জির মৃত্যুর খবর। অভিনেতার ছবি অনেকেই ফেসবুকে পোস্ট করে তাঁর আত্মার শান্তি কামনা করতে শুরু করেন।
এরপর উইকিপিডিয়াতেও তাঁর মৃত্যুর দিন ২৩ জুন লেখা হয়। ফলে খবর আরও বেশি করে ছড়াতে শুরু করেল যদিও পরে উইকিপিডিয়ায় সেই তারিখ মুছে দেওয়া হয়েছে।
তবে জানা গিয়েছে, সুস্থই আছেন ভিক্টর ব্যানার্জী। তাঁর মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়ো।


No comments:
Post a Comment