News H Times ডিজিটাল ডেস্ক:-সাতসকালে হাওড়ার বঙ্কিম সেতুর উপর এক মাছ ব্যবসায়ীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। খুনের কারণ নিয়ে এখনও ধন্দে পুলিশ। মৃতের নাম তারক ভুঁইয়া। বাড়ির হাওড়ার ব্যাটরার ফকিরচাঁদ ঘোষ লেন।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, টাকা ছিনতাই করতে এসেছিল দুষ্কৃতীরা। ছিনতাই করতে না পেরে সামনে থেকে গুলি করে পালিয়ে যায়। মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে থেকে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগণার চৌবাগা,বাঁশতলা এলাকা থেকে মাছ কিনে এনে তারক তা বিক্রি করতেন ব্যাটরা বোসপুর বাজারে। শুক্রবার বাড়ি থেকে বেরনোর পরই থানা থেকে ফোন আসে। জানানো হয়, গুরুতর আহত অবস্থায় হাওড়া হাসপাতালে ভরতি করা হয়েছে ওই মাছ ব্যবসায়ীকে। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে পৌঁছলে ততক্ষণে মারা যায় ওই ব্যবসায়ী।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে , তারক ভুঁইয়ার দুই স্ত্রী ও দুই সন্তান। পারিবারিক বিবাদেই কি এই খুন নাকি ঘটনার নেপথ্যে ব্যবসায়িক শক্রতা? তা খতিয়ে দেখছে পুলিশ।


No comments:
Post a Comment