News H Times ডিজিটাল ডেস্ক:- ভোটের পর থেকে উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনা। এক দিকে ব্যারাকপুর শিল্পাঞ্চল অন্যদিকে সন্দেশখালি, বারাসত, হাবরা সর্বত্র ভোট পরবর্তী অশান্তি থামার নাম ই নিচ্ছেনা।উত্তর ২৪ পরগনার জেলা সভাপতির সাথে শাসকদলের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবার সেই জ্যোতিপ্রিয় মল্লিকের একক ক্ষমতা অনেকটাই ছেঁটে দিলেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ এখন থেকে একা কোন সিধান্ত নিতে পারবেন না জ্যেতিপ্রিয় । জেলার ৫টি লোকসভা এলাকা দেখভালের দায়িত্ব এখন থেকে ৫ জন বিধায়ককের, তাঁদের মধ্যে রয়েছেন দমদমে তাপস রায়, বারাসাতে রথীন ঘোষ,বসিরহাটে সুজিত বোস, বনগাঁয় গোবিন্দ দাস, এবং বারাকপুরে নির্মল ঘোষ । এই ৫ লোকসভা কেন্দ্রের লোকসভায় যাবতীয় দায়িত্ব সামলাবেন এই ৫ বিধায়ক।
Friday, June 21, 2019
জ্যোতি কমানো হল জ্যোতিপ্রিয় মল্লিকের ,একা কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না
News H Times ডিজিটাল ডেস্ক:- ভোটের পর থেকে উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনা। এক দিকে ব্যারাকপুর শিল্পাঞ্চল অন্যদিকে সন্দেশখালি, বারাসত, হাবরা সর্বত্র ভোট পরবর্তী অশান্তি থামার নাম ই নিচ্ছেনা।উত্তর ২৪ পরগনার জেলা সভাপতির সাথে শাসকদলের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবার সেই জ্যোতিপ্রিয় মল্লিকের একক ক্ষমতা অনেকটাই ছেঁটে দিলেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ এখন থেকে একা কোন সিধান্ত নিতে পারবেন না জ্যেতিপ্রিয় । জেলার ৫টি লোকসভা এলাকা দেখভালের দায়িত্ব এখন থেকে ৫ জন বিধায়ককের, তাঁদের মধ্যে রয়েছেন দমদমে তাপস রায়, বারাসাতে রথীন ঘোষ,বসিরহাটে সুজিত বোস, বনগাঁয় গোবিন্দ দাস, এবং বারাকপুরে নির্মল ঘোষ । এই ৫ লোকসভা কেন্দ্রের লোকসভায় যাবতীয় দায়িত্ব সামলাবেন এই ৫ বিধায়ক।
Subscribe to:
Post Comments (Atom)
হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে
অর্পণ দাস: হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...
-
N H T ওয়েব ডেস্ক:- পার্কিংকে কেন্দ্র করে রণক্ষেত্র হাওড়া পুরসভা ও আদালত চত্বর। পরিস্থিতি আয়ত্তে আনতে নামাতে হয ব়্যাফ। পরিস...
-
রণতোষ মুখোপাধ্যায়:- চাঁদিফাটা রোদ্দুর , গলছে পিচ, পুড়ছে চামড়া। রাস্তায় বেরিয়ে গলা শুকিয়ে কাঠ। আর এই মুশকিল আসানে লস্যি থেকে আখের রস...
-
রণতোষ মুখোপাধ্যায়:-চন্দননগরের পিয়ালী এভারেস্ট শীর্ষে আরোহণের লক্ষ্যমাত্রা নিয়ে পাড়ি দিয়েছিলেন বেশ কয়েকদিন আগে। দরিদ্র পরিবার থেকে উঠে ...



No comments:
Post a Comment