Friday, June 21, 2019

দক্ষিণ কলকাতার নামী স্কুলের শৌচাগারে হাতের শিরা কেটে ছাত্রীর আত্মহত্যা


News H Times ডিজিটাল ডেস্ক:- দক্ষিণ কলকাতার নামী স্কুলে আত্মঘাতী দশম শ্রেণির ছাত্রী ৷ স্কুলের শৌচালয়ের দরজা ভেঙে সেখান থেকে   দু’হাতের শিরা কাটা অবস্থায় উদ্ধার করা হয় ছাত্রীকে ৷ ছাত্রীর মুখে প্লাস্টিক জড়ানো ছিল বলে জানা যাচ্ছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যান স্কুলেরই ৪ শিক্ষক। কিন্তু শেষ রক্ষা করা সম্ভব হয়নি ৷ হাসপাতালে পরে তার মৃত্যু হয় ৷


হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয় যে অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার বিড়লা গোষ্ঠীর নামী স্কুলে ৷ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ৷ স্কুলের শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ পাশাপাশি অশিক্ষক কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ খতিয়ে দেখা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ ৷ ঘটনার তদন্তে স্কুলে ফরেনসিক দল ৷ রক্ষমাখা ব্লেড উদ্ধার। ছাত্রীর বইয়ের ভিতর থেকে উদ্ধার তিনপাতার সুইসাইড নোট। মানসিক চাপ সামলাতে না পেরেই আত্মহত্যার ইঙ্গিত সুইসাইড নোটে। পুলিশ জিজ্ঞাসাবাদ করছে পরিবারের সদস্যদেরও ৷

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...