News H Times ডিজিটাল ডেস্ক:-প্রাক্তন মিস ইন্ডিয়াকে ‘হেনস্থা’ কান্ডে পুলিশ কড়া ধারা যোগ করার পরেও অভিযুক্তদের জামিন ! মাত্র ১ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে অভিযুক্তদের জামিন। আলিপুর আদালতে ৭ অভিযুক্তেরই জামিন।
ঊষসী সেনগুপ্তকে হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয় শেখ রোহিত, ফরদিন খান, শেখ সাবির আলি, শেখ গনি, ইমরান আলি, শেখ ওয়াসিম ও শেখ আতিফকে। বুধবার তাদের জামিন নাকচ করে আদালত। কিন্তু শুক্রবার ই জামিন পেয়ে গেল সব অভিযুক্তরাই। তাদের বিরুদ্ধে ভাঙচুর, শ্লীলতাহানির ধারায় অভিযোগ আনা হয়েছিল। এদিন সরকারি আইনজীবী সওয়াল করেন, অভিযুক্তরা নিজেদের বয়ান বদল করেছে। তাদের জেরা করে বাকিদের চলছে খোঁজ। জামিন পেলে তদন্তের অগ্রগতি বাধাপ্রাপ্ত হবে। কিন্তু পুলিশ হেফাজতের মেয়াদ শেষ , সরকারি আইনজীবীর জামিনের বিরোধিতার সওয়ালও খারিজ হয়ে যায়।

No comments:
Post a Comment