News H Times ডিজিটাল ডেস্ক:- আবারও পিছিয়ে গেল উলুবেড়িয়া উড়ালপুলের অসমাপ্ত অংশ জোড়ার লাগানোর কাজ। প্রাথমিক পর্যায়ে দঃপূঃ রেলের তরফে সিদ্ধান্ত হয়েছিল আগামী ২৯ এ জুন রাতে উড়ালপুলের জোড়া লাগানোর কাজটি করা হবে। কিন্তু রেল ও রাজ্য সরকারের পূর্ত দপ্তরের আধিকারিক এবং বাস্তুকাররা প্রস্তাবিত সংযোগস্থল পরীক্ষা করে সিদ্ধান্ত নেন,ঐ অংশে লাইনের দুদিকের নিচু অংশ আগে মাটি ফেলে উঁচু করতে হবে। ফাঁকা অংশে স্টিল গার্ডার লাগানোর ক্ষেত্রে এই মাটি ফেলে উঁচু করা ছাড়াও আরও কিছু আনুষঙ্গিক কাজও জরুরি যা ২৯ জুনের মধ্যে করে ওঠা সম্ভব নয়। সেই প্রস্তাব মতো আগামী ৬ জুলাই রাতে এই কাজ হওয়ার দিন ধার্য হয়েছে। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি রেলের তরফে থেকে।
এভাবে বারংবার কাজ পিছিয়ে যাওয়ায় ৩০ কোটি ৬২ লক্ষ টাকার এই প্রকল্প আজ তার নির্মাণ খরচ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ কোটি টাকা।
উল্লেখ্য, গত কয়েক বছরে উড়ালপুলটির বেশিরভাগ অংশই নির্মাণ হয়ে গেলেও রেল লাইনের উপরে থাকা (৬২মিটার অংশের মধ্যে ৩২ মিটার কাজ হয়ে গেছে) বাকি ৩০ মিটার জোড়ার ক্ষেত্রে সময় নিয়ে রেল ও পূর্ত দপ্তরের টানাপোড়েনে ঐ ফাঁকা অংশটি জোড়া লাগেনি। প্রথমে সিদ্ধান্ত হয় আগামী ২৯ জুন রাত ১০-৩০ থেকে ৩০ জুন সকাল ৮-৩০মিনিট পর্যন্ত (১০ঘন্টা)দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর ডিভিশনের ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
উড়ালপুলটি সম্পূর্ণ হয়ে গেলে সাধারণ মানুষ থেকে শুরু করে মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীরা,কলেজে আসা ছাত্র-ছাত্রীরা উলুবেড়িয়া লেভেল ক্রসিংয়ে দীর্ঘ যন্ত্রনার হাত থেকে রেহাই পাবেন।




No comments:
Post a Comment