News H Times ওয়েব ডেস্ক:- জুনিয়র ডাক্তারদের আন্দোলন তুলে নিয়ে কাজে ফিরতে চার ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
NRS কর্তৃপক্ষের সঙ্গে জুনিয়র চিকিত্সকদের বৈঠক চলছিল। সেই সময়ই মুখ্যমন্ত্রী SSKM এ ঢুকে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের হুঁশিয়ারি দিয়ে বলেন, : “৪ ঘণ্টা সময়সীমা বেঁধে দিলাম। তার মধ্যে কাজে যোগ না দিলে ‘এসমা’ (Essential Service Maintenance Act) জারি করব।”
এসএসকেএম এ দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পর আন্দোলন তোলা তো দূর অস্ত, আরও কঠোর অবস্থান নিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। এনআরএস হাসপাতালে আন্দোলনকারীদের পক্ষে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিঃশর্ত ক্ষমা না চাইলে আন্দোলন প্রত্যাহার করবেন না তাঁরা।
নিজেদের আন্দোলনে অনড় চিকিত্সকদের হুঁশিয়ারি, “আমরা কেউ সরকারের কাছে দায়বদ্ধ নই। সরকার এসমা জারি করার আগেই আমরা গণ ইস্তফা দেব।” ৮জন চিকিত্সক ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন। সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে গণইস্তফার দাবি জুনিয়র চিকিত্সকদের ও।



No comments:
Post a Comment