Thursday, June 13, 2019

NRS হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ও ভাইস প্রিন্সিপালের ইস্তফা




News H Times ওয়েব ডেস্ক :- NRS  হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ও ভাইস প্রিন্সিপাল
সৌরভ চট্টোপাধ্যায় এবং প্রিন্সিপাল শৈবাল মুখোপাধ্যায় দুজনেই সরকারের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিলেন।


ডিরেক্টরেট অব মেডিকেল এডুকেশনের কাছে দেওয়া ওই ইস্তফা পত্রে তাঁরা দু’জনেই বলেছেন, তাঁদের দায়িত্ব থেকে যেন অবিলম্বে অব্যহতি দেওয়া হয়। কারণ, সরকার তাঁদের যে দায়িত্ব দিয়েছে তা পালন করতে তাঁরা অপারগ।

উল্লেখ্য, আজ  দুপুরে উত্তর চব্বিশ পরগনার কামারহাটিতে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় কুড়ি জন সিনিয়র ডাক্তার ইস্তফাপত্র পেশ করেন। তার পরেই আজ সন্ধ্যায়  এনআরএসে এই ইস্তফার ঘটনা।


No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...