Thursday, June 13, 2019

চার ঘন্টার মধ্যে ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ , নচেৎ কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মমতার




 News H Times ওয়েব ডেস্ক:- রোগীর পরিজনদের সঙ্গে দেখা করতে আজ কয়েক মিনিট আগে  হঠাৎ ই এস এসকেএম এ পোঁছে যান মুখ্যমন্ত্রী। তাঁদের সঙ্গে কথা বলে  তাঁদের শরীর স্বাস্থ্যের খবর  নেন। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “একটা ঘটনা হয়েছে তো হয়েছে। ৫ জন গ্রেফতার হয়েছে। দুটো দিকই দেখা উচিত।” চিকিত্সকদের উদ্দেশে বলেন, “কী ভেবেছে কী ওরা? ওরা ডাক্তার?  নাটক করছে ওরা!  এতদিন ধরে কীসের বিক্ষোভ চলছে।”

তিনি আরও বলেন, “ডাক্তারিতে হিন্দু মুসলমান হয় না। যাঁরা করছেন পলিটিক্যালি খেলছেন। চিকিত্সায় রাজনীতি বরদাস্ত নয়। কাদের ভোট দিয়েছেন ভাবুন!  কাদের বুদ্ধিতে এসব চলছে, সবাই বুঝতে পারছে। এগুলো মেনে নেব না।”

 মুখ্যমন্ত্রী বলেন, রোগীদের পরিষেবা দিতে হবে। রোগীদের চিকিত্সা না করলে ডাক্তার হওয়া যায় না।



তিনি নির্দেশ দেন, অবিলম্বে কাজে যোগ দিতে হবে চিকিত্সকদের। আজকের মধ্যে যারা কাজে যোগ দেবে না, সরকার তাদের দায়িত্ব নেবে না। ৪ ঘণ্টা সময়সীমা বেঁধে দেন তিনি।



মুখ্যমন্ত্রী যখন হাসপাতালের ভিতরে এসব কথা বলছেন, তখনই বাইরে বিক্ষোভে ফেটে পড়েন জুনিয়র চিকিত্সকরা। We want justice‘আমরা বিচার চাই’ স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে থাকেন চিকিত্সকরা। মুখ্যমন্ত্রীকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...