Wednesday, June 12, 2019

যোগী রাজ্যে সাংবাদিক কে নগ্ন করে মার পুলিশের, গায়ে প্রস্রাব


।News H Times ওয়েব ডেস্ক: ফের যোগীর রাজ্যে সাংবাদিক নিগ্রহের ঘটনা। এ বার খবর সংগ্রহ করতে গিয়ে নির্মমভাবে পেটানো হল সাংবাদিককে। শুধু তাই নয়, ওই সাংবাদিকের মুখে প্রস্রাব করে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের শামলি জেলায়।

মঙ্গলবার রাতে ধীমানপুরায় একটি মালগাড়ির লাইনচ্যুত হওয়ার ঘটনার খবর করতে গিয়েছিলেন ওই সাংবাদিক। সারা রাত গারদে আটক করে রাখা হয় ওই সাংবাদিককে।  SHO রাকেশ কুমারের নেতৃত্বে সাংবাদিককে নিগ্রহ করার অভিযোগ উঠেছে GRP-র আধিকারিকদের বিরুদ্ধে। পরে সংবাদসংস্থা ANI-কে নিউজ চ্যানেলের ওই সাংবাদিক জানিয়েছেন, 'তারা সাধারণ পোশাকে ছিল। একজন আমার ক্যামেরায় আঘাত করায় সেটি পড়ে যায়। আমি সেটি তুলে নিলে ওরা আমায় মারতে শুরু করে। নিগ্রহ করে। আমাকে লক-আপে আটকে রাখা হয়। জামাকাপড় খুলে দেওয়া হয়। আমার গায়ে প্রস্রাবও করে তারা।'

 
ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।এ খবর পাওয়ার পরই অন্যান্য সাংবাদিকরা ভিড় করেন পুলিস স্টেশনে। বিক্ষোভ জানানো হয়। উচ্চ পদস্থ পুলিস কর্তাদের যোগাযোগ করে অভিযোগ জানান সংবাদিকরা। কার্যত চাপে পড়ে আজ সকালে অমিত শর্মাকে ছেড়ে দেওয়া হয়। জানা যাচ্ছে, রেল পুলিস স্টেশন হাউস অফিসার ও এক হেড কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে।

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...