Wednesday, June 5, 2019

ঈদের দিনে বড়সড় নাশকতার ছক বানচাল, শালিমার-মুম্বই এক্সপ্রেসে বিস্ফোরক


News H Timesওয়েব ডেস্ক:- শালিমার লোকমান্য তিলক এক্সপ্রেসে মিলল বিস্ফোরক। আজ সকালে  মুম্বই স্টেশনে পৌঁছানোর পর যখন  ট্রেনটি প্ল্যাটফর্ম থেকে ইয়ার্ডে নিয়ে যাওয়া হয় তখন সাফাইয়ের সময় মেলে বিস্ফোরক। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে লোকমান্য তিলক টার্মিনাস সংলগ্ন এলাকায়। এলাকায় পৌঁছয় জিআরপি, আরপিএফ ও বম্ব স্কোয়াড। বিস্ফোরকের সঙ্গে লাগানো ছিল ব্যাটারি ও তার। ডিটোনেটরের সংযোগে এলে ঘটতে পারত বিস্ফোরণ। শেষ পর্যন্ত নিষ্ক্রিয় করা হয়েছে বিস্ফোরক।

তবে কীভাবে এই পরিমাণ বিস্ফোরক ট্রেনে আসল তা নিয়ে উঠছে প্রশ্ন। রাতের অন্ধকারে কোনও স্টেশন থেকে সেগুলি তোলা হয়েছে নাকি শালিমার স্টেশন থেকেই সেগুলি নিয়ে যাওয়া হয়েছে তা নিয়ে উঠছে প্রশ্ন।  ইতিমধ্যে এই ট্রেনে ডিউটি করেছেন এমন আধিকারিকদের ডেকে পাঠানো হয়েছে। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদও। ইতিমধ্যে শালিমার স্টেশনের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।


No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...