News H Times ওয়েব ডেস্ক:- সন্দেশখালির পর হাওড়া, লোকসভায় ভোটের পর রাজ্য জুড়ে রাজনৈতিক হিংসা অব্যাহত। তার মধ্যেই
এবার হাওড়ার আমতায় খুন হলেন এক বিজেপি কর্মী। ‘জয় শ্রী রাম’ বলায় তাঁকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে খুন করেছে বলে অভিযোগ বিজেপির। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল।
নিহত ওই বিজেপি কর্মীর নাম সমতুল দলুই। তিনি আমতা চানুলিয়া গ্রামের বাসিন্দা । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে একটি মাঠ থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। গলায় গামছার ফাঁস লাগানো ছিল।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আমতা থানার পুলিশ।

No comments:
Post a Comment