Monday, June 10, 2019

মধ্য রাতে খন্ডযুদ্ধ হাসপাতালে, অগ্নিগর্ভ এন আর এস


News H Times ওয়েব ডেস্ক:   রোগীমৃত্যুকে কেন্দ্র করে সোমবার মধ্যরাতে উত্তপ্ত হয়ে ওঠে এনআরএস হাসপাতাল।  জুনিয়র ডাক্তারদের সঙ্গে রোগীর পরিবারের হাতাহাতিতে রণক্ষেত্রে পরিনত হয় এনআরএস। জানা গিয়েছে রবিবার রাতে ট্যাঙরার বিবি বাগানের বাসিন্দা মহম্মদ সাহিদকে (৬৫) হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর পরিবারের অভিযোগ, এদিন বিকেলের পর থেকে রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়, চিকিৎসকদের ডাকাডাকি করলেও তারা কেউ সময় মতো আসেননি। পরিবারের কথায়, চিকিৎসকদের গাফিলতিতেই মৃত্যু হয়মহম্মদ সাহিদের।

এর পর ঐ ঘটনাকে  কেন্দ্র করে শুরু হয় দুই পক্ষের হাতাহাতি। রোগীর পরিবারের লোকজনকে ফেলে বেধরক মারধরের অভিযোগ উঠেছে জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে। দলে দলে লাঠি ইট নিয়ে হাজির হয় দুই পক্ষই। গেট আটকে বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদে র লক্ষ করে ইঁট ছোঁড়ে মৃতের পরিবারের লোকজনরা। ঘটনায়  এক জুনিয়র ডাক্তারে মাথা ফেটে যায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে নিইরো সায়েন্সে ভর্তি করা হয়েছে।
রাতেই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি জটিল আকার নেওয়ায় পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। প্রাণভয়ে হাসপাতাল চত্ত্বর থেকে পালিয়ে যান অন্যান্য রোগীর পরিবারের লোকজনও। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে RAF
 হাসপাতালের গেটে ধর্নায় বসেছেন হবু চিকিৎসকেরা।






No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...