News H Times ওয়েব ডেস্ক: রোগী মৃত্যুর জেরে সোমবার মধ্যরাতেই রোগী এবং জুনিয়র ডাক্তারদের খন্ডযুদ্ধে ইটের আঘাতে গুরুতর জখম হন দুই জুনিয়র ডাক্তার। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে নিউরো সায়েন্সে চিকিৎসাধীন গুরুতর আহত পরিবহ মুখোপাধ্যায়-সহ আরও এক হবু চিকিৎসক। কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে পরিবহ। এই ঘটনায় রোগীর পরিবারে দুজনকে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর নিউরো সায়েন্সে গিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। এআরএসেও পৌঁছেগিয়েছেন তিনি।
এনআরএসের ঘটনায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, আর জি কর, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল-সহ একাধিক হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছেন ইন্টার্নরা। পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে , তাতে রাজ্য জুড়ে ব্যাহত হতে পারে চিকিৎসা পরিষেবা।

No comments:
Post a Comment