Tuesday, June 11, 2019

ভাটপাড়ায় আবারও বোমাবাজি , খুন দুই তৃণমূল সমর্থক। আহত ৩।


News H Times ওয়েব ডেস্ক:- সন্দেশখালি, হাওড়ার আমতা, ভোট পরবর্তী অশান্তির রেশ কাটতে না কাটতেই  উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় বোমাবাজিতে মৃত্যু ২ তৃণমূল সমর্থকের । আহত ৩।  গ্রেফতার ৩। মৃতের নাম মহম্মদ হালিম। পরিবারের দাবি, গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ আরও কয়েকজনের সঙ্গে বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন ওই তৃণমূল সমর্থক। অভিযোগ, তখনই দুই দুষ্কৃতি বোমা ছোড়ে । মাথায় বোমা লাগায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর পঞ্চান্নর হালিমের। বোমার আঘাতে আহত হন হালিমের স্ত্রী রুবি পারভীন। তাঁর পিঠে বোমার আঘাত লেগেছে। বোমাবাজিতে  আহত হন আরও ৩ জন। তাঁদের কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হলে, সেখানে মৃত্যু হয় আরেক তৃণমূল সমর্থক ৬০ বছরের মোক্তার আহমেদের। ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...