News H Times ওয়েব ডেস্ক:- তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান পদ থেকে সরলেন বিরাজ হাকিম। সূত্রের খবর,তাঁর জায়গায় নতুন চেয়ারম্যান হচ্ছেন হূগলি লোকসভা কেন্দ্রের তৃনমূলের প্রাক্তন সাংসদ রত্না দে নাই।
ফিরহাদ হাকিম বর্তমানে কলকাতা পৌরসভার মেয়র,তাই ওয়াকিবহাল মহলের ধারণা একদিকে যেমন ফিরাদের কাঁধ থেকে কিছুটা দায়িত্ব কমানোর চেষ্টা করা হল তেমন ই বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত রত্না দে নাগ কে এই পদে এনে দল তাঁকে কাজে লাগাল।
তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটির নতুন করে যে ১২ সদস্যের নাম ঘোষিত হয়েছে সেখানে ভাইস-চেয়ারম্যান হিসেবে রয়েছেন বেচারাম মান্না।

No comments:
Post a Comment