রণতোষ মুখোপাধ্যায়:- 'রাগেশ্রী মিউজিক্যাল ইন্সটিটিউট' সুরের জগতে অত্যন্ত পরিচিত নাম।প্রখ্যাত গিটার বাদক স্বর্গীয় সুনীল গাঙ্গুলীর উপযুক্ত ছাত্র প্রণব কুমার মিত্র এই সংস্থার কর্ণধার। গত ১৪ জুন এই 'রাগেশ্রী মিউজিক্যাল ইনস্টিটিউট'র পরিচালনায় ২০ তম বর্ষের অনুষ্ঠান হয়ে গেল আন্দুলের এফ.সি.এ মিনি ইনডোরে। প্রকৃতির তাপ উপেক্ষা করে এ যেন বিভিন্ন রাগের মেলবন্ধনে এক সুরেলা ঝর্না ধারায় স্বস্তির অবগাহন।
সুনীল গাঙ্গুলীকে স্মরণ করে রাগেশ্রীর ছাত্র-ছাত্রীদের নিবেদনে একদিকে যেমন ছিিল রবীন্দ্র,নজরুল, ডি.এল রায়, তেমন ই অন্য দিকেে ছিল প্রচলিত হিন্দি ও আ ধুনিক ধুন গীটারের ভাষায় ।
২০ তম সুর শ্রদ্ধার্ঘ্য সন্ধ্যায় বিশেষ অতিথি ছিলেন সর্বভারতীয় স্তরের বিশিষ্ট শিল্পীরা। বিশিষ্ট গীটারিস্ট কাজল ব্যানার্জী ও আশিষ ভদ্র' র পরিবেশনা শ্রোতাদের কাছে বিশেষ প্রাপ্তি। স্বনামধন্য সরোদবাদক শ্রী বুদ্ধদেব পাল তাঁর সরোদের অপূর্ব সুর মূর্ছনায় উপস্থিত শ্রোতারা পৌঁছে যান প্রাপ্তির বৈকুণ্ঠলোকে।




No comments:
Post a Comment