Saturday, May 18, 2019

শেষদফায় মহারণ,বাংলার ৩ জেলায় ন'টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে


News H Times ওয়েব ডেস্ক :- আজ ১৯ মে, লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফায় ভোট শুরু হয়েছে সাত রাজ্য ও ১ কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৯টি আসনে।আজকের ভোটে ভাগ্য নির্ধারিত হতে  চলেছে বাংলা তথা ভারতের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর। তারমধ্যে অবশ্যই  আছেন বারাণসী কেন্দ্রে  প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদী। এছাড়াও রাজনীতির ময়দানে অগ্নিপরীক্ষা দেবেন কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহা, রবিশঙ্কর প্রসাদ প্রমুখ। আছেন বেশ কয়েকজন তারকা প্রার্থীও। বিজেপির তারকা প্রার্থী কিরণ খের, সানি দেওল, রবি কিষাণ,  পটনা সাহিব থেকে কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহাও। বাংলায় ৩ জেলার নটি আসনে ভোটগ্রহণ হচ্ছে আজ।  কেন্দ্রগুলি হল,  দমদম, যাদবপুর, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর। নির্ধারিত হবে ১১১ জন প্রার্থীর ভাগ্য। 


-কলকাতা উত্তরে যুযুধান প্রার্থীরা হলেন, তৃণমূল কংগ্রেসের  বিদায়ী সাংসদ প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিজেপি প্রার্থী রাহুল সিনহা, সিপিআইএম প্রার্থী কণীনিকা বসু ঘোষ। -কলকাতা দক্ষিণে তৃণমূল প্রার্থী কংগ্রেসের মালা রায়, বিজেপির চন্দ্র বসু, সিপিআইএম এর নন্দিনী মুখোপাধ্যায়। -যাদবপুর কেন্দ্রে শুরু থেকেই নজরে তৃণমূলের তারকা প্রার্থী মিমি চক্রবর্তী, বর্ষীয়ান সিপিআইএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য, বিজেপি প্রার্থী অনুপম হাজরা। -বারাসাত কেন্দ্রে ভোটের লড়াইয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষদস্তিদার, বিজেপি প্রার্থী মৃণালকান্তি দেবনাথ ও ফরওয়ার্ড ব্লক প্রার্থী হরিপদ বিশ্বাস। -দমদম কেন্দ্রে সম্মুখ সমরে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়, সিপিআইএম প্রার্থী নেপালদেব ভট্টাচার্য এবং বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য। -ডায়মন্ড হারবার কেন্দ্রে মূল নজরে আছেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির নীলাঞ্জন রায়, বামপ্রার্থী ফুয়াদ হালিম, কংপ্রার্থী সৌম্য আইচ রায়। -মথুরাপুর কেন্দ্রে মূল লড়াইয়ে তৃণমূলের প্রার্থী চৌধুরি মোহন জাটুয়া, বিজেপি প্রার্থী শ্যামাপ্রসাদ হালদার। কংগ্রেসের প্রার্থী কৃত্তিবাস সর্দার, বামপ্রার্থী শরৎ চন্দ্র হালদার। - জয়নগর কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল, বিজেপি প্রার্থী অশোক কাণ্ডারি, কংপ্রার্থী তপন মণ্ডল, বামপ্রার্থী সুভাষ নস্কর। -বসিরহাটে সকলের নজরে তৃণমূল প্রার্থী নুসরত জাহান। এখানে বিজেপি প্রার্থী সায়ন্তন বসু। বামপ্রার্থী পল্লব সেনগুপ্ত। কংপ্রার্থী কাজী আবদুর রহিম। -
নির্বাচন কমিশন সূত্রে খবর, আজ রাজ্যে মোতায়েন থাকছে ৭১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে ৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে স্ট্রং রুমের নিরাপত্তায়। বাকি ৬৭৬ কোম্পানি মোতায়েন থাকবে বুথে। বুথের বাইরের নিরাপত্তা নিয়েও কড়া পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। মোতায়েন থাকছে ৪৬১টি ক্যুইক রেসপন্স টিম। এই প্রথম QRT-এর গাড়িগুলির ওপর GPS পদ্ধতিতে নজরদারি চালাবে কমিশন। যার নেতৃত্বে থাকবেন কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। -
আজ একই সাথে উপ নির্বাচন হচ্ছে চার বিধানসভা আসনেও। সেগুলি হল দার্জিলিং, হবিবপুর, ইসলামপুর ও ভাটপাড়া।

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...