News H Times ওয়েব ডেস্ক: অবশেষে উদ্ধার হল কুন্তল কাঁড়ার এবং বিপ্লব বৈদ্যর দেহ। ছয়জন অভিজ্ঞ ও কুশলী শেরপাদের দল গত কাল থেকেই বেস ক্যাম্প
থেকে সেই জায়গায় দ্রুত পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছিল যে যায়গায় বিপ্লব এবং কুন্তলের দেহ আছে। প্রাকৃতিক পরিস্থিতি মোটেই অনুকূল ছিলনা।তবু সেই প্রাকৃতিক প্রতিকূলতাকে জয় করেই প্রায় কুড়ি ঘন্টার অনুসন্ধানে তারা ঐ্ দুই পর্বতারোহী র দেহ উদ্ধার করে নিয়ে আসেন প্রথমে ক্যাম্প ৩ ও পরে ক্যাম্প ২ এ। খারাপ আবহাওয়ার কারণে আজ সম্ভব না হলেও আগামীকাল সকালে ঐ দুই পর্বতারোহী র দেহ হেলিকপ্টারে করে উড়িয়ে নিয়ে আসা হবে কাঠমান্ডু তে।

No comments:
Post a Comment