Monday, May 13, 2019

জমি মাফিয়াদের বেধড়ক মারে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বাগনানের দুই সমাজকর্মী


News H Times ওয়েব ডেস্ক:-  রড, দিয়ে প্রায়  জনা দশেক দুষ্কৃতী সকলের সামনে মাটিতে ফেলে বেধড়ক পেটাল সত্তরোর্ধ দুই বৃদ্ধকে।
তাদের অপরাধ,   জাতীয় সড়কের দু’ধারে প্রায় জোর করে কৃষকদের কাছ থেকে জমি দখল করে সেই জমি বিভিন্ন কারখানার মালিককে বেচে  দেওয়া হচ্ছে তাই  জমি মাফিয়াদের বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করছিলেন এই দুই   সত্তরোর্ধ তরুণ । তারা  ওই এলাকার পরিচিত সমাজকর্মী।     দুষ্কৃতীদের মারে গুরুতর আহত চিত্ত মিশ্র বাগনান নাগরিক সমাজ নামে একটি সংগঠনের নেতা। তিনি ‘বাগনান রেলযাত্রী সমিতি’ এবং ‘কৃষি জমি এবং পরিবেশ রক্ষা কমিটি’রও নেতৃত্বে রয়েছেন।
       সামাজিক আন্দোলনের এই দুই কর্মীকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় দুষ্কৃতীরা। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনানে।
স্থানীয়দের অভিযোগ, দুষ্কৃতীরা ওই এলাকার কুখ্যাত জমি এবং মাটি মাফিয়া ও  সবাই শাসক দলের আশ্রিত।

আক্রমণের ঘটনার ঠিক আগে  চিত্তবাবু, অশোক মণ্ডল বাগনানের ঘোড়াঘাটা রেল স্টেশন সংলগ্ন এলাকায় রেলযাত্রী সমিতির একটি মিটিং করছিলেন। সেখানেই ওই দুষ্কৃতীরা চড়াও হয়।  চিত্তবাবু এবং অশোক মন্ডল কে  রেখে সবাইকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে দুষ্কৃতীরা অনেকেই ভয়ে পালিয়ে যান। অভিযোগ, প্রায় দশ বারোজন   যুবক ওই ঘরে ঢুকে চিত্তবাবু এবং অশোক মন্ডল কে টেনে বার করে। তার পর সকলের সামনেই শুরু করে বেধড়ক মারধর।
 বাগনান থানায় ফোন করা হলেও পুলিশ কোনও কর্ণপাতই করেনি বলে অভিযোগ।

উলুবেড়িয়া হাসপাতাল সূত্রের খবর, অন্তত পাঁচ জায়গায় হাত ও পায়ের হাড় ভেঙেছে চিত্ত বাবুর।

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...