কোটি টাকা-সহ আসানসোল স্টেশন থেকে গ্রেপ্তার ২৷
আসানসোল স্টেশন চত্বরে দু’জন সন্দেহভাজনকে ঘোরাঘুরি করতে দেখে জিআরপি জওয়ানরা৷ তাদের সঙ্গে ছিল বড় একটি ব্যাগ৷ সন্দেহ প্রবল হওয়ায় তাদের পিছু নেয় জিআরপি৷ ৫ নং প্ল্যাটফর্মের ওভারব্রিজের উপর থেকে দু’জনকে পাকড়াও করে জিআরপি৷ তাদের জেরা করে শুরু ব্যাগ তল্লাশি। দেখা যায়, তাতে বিপুল পরিমাণ নোট৷ জিআরপি সূত্রের দাবি, ধৃতদের কাছ থেকে পাওয়া টাকা বিজেপির বলে জেরায় জানিয়েছে তারা৷ ধৃতদের মধ্যে একজন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের প্রাক্তন আপ্তসহায়ক বলে খবর৷
আরও একটি সম্ভাবনার কথাও উঠে আসছে৷ ধৃতরা যেহেতু কলকাতার দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে, তাই সপ্তম দফায় কলকাতার ভোটে টাকা বিলি করার কোনও উদ্দেশ্য ছিল কিনা, সেই প্রশ্নও মাথাচাড়া দিচ্ছে৷ নিরাপত্তার স্বার্থে ভোটের মাঝেই এক কোটি টাকা সমেত দু’জনের গ্রেপ্তারির কিনারা করতে মরিয়া তদন্তকারীরা৷ মাথাব্যথা বেড়েছে ধৃতের পরিচয় হিসেবে দিলীপ ঘোষের প্রাক্তন আপ্ত সহায়কের নাম উঠে আসায়৷

No comments:
Post a Comment