NewsH Times ওয়েব ডেস্ক:- সব জল্পনার অবসান। সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে চার বঙ্গসন্তান বিশ্বের তৃতীয় উচ্চতম কাঞ্চনজঙ্ঘার স্বর্ণশিখরে ।
বুধবার সকালে পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গে পা রাখলেন বাংলার চার পর্বতারোহী। ৮৫৮৬ মিটার উচ্চতায় উড়ল তেরঙ্গা।
দেশের সর্বোচ্চ শৃঙ্গে পা রাখা সফল পর্বতারোহীরা হলেন সোনারপুর আরোহী ক্লাবের বিপ্লব বৈদ্য, কলকাতা পুলিশের পক্ষ থেকে রুদ্রপ্রসাদ হালদার, , হৃদয়পুরের রমেশ রায় (মাউন্টেন কোয়েস্ট ক্লাব) এবং উঃ ২৪ পরগনার শেখ সাহাবুদ্দিন ।পর্বতারোহণ সংস্থা পিক প্রোমোশন এই খবর সুনিশ্চিত করেছে।
যদিওযদলের আরেক সদস্য হাওড়া ডিসট্রিক্ট মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশানের কুন্তল কাঁড়ার-এর সামিটের খবর এখনও এসে পৌঁছয়নি।
এই চার বঙ্গ সন্তানের মধ্যে বিশেষ ভাবে উল্লেখ করতেই হবে শেখ সাহাবুদ্দিনের কথা। তার পেটে ২৮ টা সেলাই,তার উপর হাইসুগার,হারিয়েছেন প্যানক্রিয়াস এই চরম শারীরিক প্রতিবন্ধকতাকে সাথে নিয়েই ২০১৭ সালে উঠেছেন এভারেস্টের শীর্ষে। বিশ্বের ২৬ টি শৃঙ্গাভিযানের কৃতিত্ব রয়েছে তার ঝুলিতে। আর এবার শারীরিক ও প্রাকৃতিক সমস্তরকসম প্রতিকূলতার সাথে লড়াই করে বিপদসংকুল কাঞ্চনজঙ্ঘার শীর্ষে পৌঁছলেন বছর ৪৪ এর যুবক শেখ সাহাবুদ্দিন।
এই মুহূর্তে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ থেকে অবতরণ করছেন পর্বতারোহীরা। সবাই সুস্থ শরীরে রয়েছেন বলেই জানা গেছে।
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন
৮৯১০৪৬৩১১৭



No comments:
Post a Comment