News H Times:--- রবিবার সপ্তম দফার ভোট। তার আগে এডিজি সিআইডি পদ থেকেও রাজীব কুমার কে সরিয়ে দিল নির্বাচন কমিশন। বুধবার সন্ধ্যায় জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। শুধু রাজীব কুমার নন, রাজ্যের স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যকেও সরিয়ে দিয়েছে কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে, স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করবেন মুখ্য সচিব মলয় দে।
উল্লেখ্য, কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে রাজীব কুমার কে আগেই সরতে হয়েছিল মেয়াদের কারণে। তারপর পাঠানো হয়েছিলম এডিজি সিআইডি করে। এ বার সেখান থেকেও তাঁকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে তাঁকে দিল্লিতে সকাল ১০টার সময় রিপোর্ট করতে হবে। তাঁকে যুক্ত করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে।

No comments:
Post a Comment