News H Times:- জেলের মধ্যে তাঁর উপর অত্যাচার করে পুলিস। মুক্তির পরই বিস্ফোরক বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা। আজ সাংবাদিক বৈঠক করে বিজেপি যুব মোর্চার নেত্রী প্রিয়াঙ্কা শর্মা অভিযোগ করেন, গতকাল মঙ্গলবার তাঁর জামিন মঞ্জুর হয়। কিন্তু জামিন মঞ্জুরের পরও দীর্ঘ সময় তাঁকে ছাড়া হয়নি। জামিন মঞ্জুরের ১৮ ঘণ্টা পর আজ সকালে ছাড়া হয় তাঁকে। এই সময় তাঁকে তাঁর পরিবার ও আইনজীবীর সঙ্গেও দেখা করতে দেওয়া হয়নি। তার সাথে খারাপ ব্যবহারের পাশাপাশি তাকে ধাক্কাও দেন জেলার । এমনকি তাঁকে দিয়ে জোর করে ক্ষমাপ্রার্থনা করে মুচলেকাও লিখিয়ে নেওয়া হয়। যদিও প্রিয়ঙ্কা শর্মা এদিন সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, তিনি ক্ষমা চাইবেন না। তিনি লড়ে শেষ দেখে ছাড়বেন।
উল্লেখ্য, গতকাল সুপ্রিম কোর্টে প্রিয়ঙ্কা শর্মার জামিন মঞ্জুর হয়। জামিন মঞ্জুর করে অবিলম্বে বিজেপি যুব মোর্চার নেত্রীকে মুক্তির নির্দেশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফে। কিন্তু, গতকালও জেলেই ছিলেন প্রিয়ঙ্কা। গ্রেফতারির পাঁচ দিন পর এদিন সকাল ৯টা ৪০-এ মুক্তি পান প্রিয়ঙ্কা শর্মা।

No comments:
Post a Comment