Friday, May 31, 2019

লেদের আড়ালে অস্ত্র কারখানা,হাওড়া এখন দ্বিতীয় মুঙ্গের!


 NewsHTimesওয়েব ডেস্ক:- হাওড়া শহরের ঘিঞ্জি এলাকাগুলির গলিঘুঁজির মধ্যে লুকিয়ে থাকা ঘুপচি ঘরগুলিতে অপরাধমূলক কর্মকাণ্ড শাখাবিস্তার করছে তা বারংবার 'হাওড়া টাইমস' খবরের শিরোনামে নিয়ে এসেছে।লেদকারখানার আড়ালে ছোট কারখানাগুলি অনেকক্ষেএেই বেআইনিভাবে অস্ত্র তৈরির যন্ত্রাংশ তৈরি করছে বলে খবর পাওয়া যায় মাঝে মাঝেই।আগে ভিনরাজ্যে তৈরি হওয়া অস্ত্র এরাজ্যের বিভিন্ন জেলায় সরবরাহ হত কিন্তু তার খরচ বেশি হওয়ায় ভিনরাজ্যে র অস্ত্র কারবারীরা এরাজ্যেই বিশেষ করে হাওড়ায় ডেরা বেঁধে অস্ত্র কারখানা বানিয়ে ফেলছে যা অত্যন্ত উদ্বেগের।হাওড়া শহরে টিকিয়াপাড়া,দাশনগর,পিলখানা এলাকায় ছোটবড় বহু লেদকারখানা আছে ।কাজের অভাবে যে কারখানাগুলি ধুঁকছে সেগুলিকেই টার্গেট করছে ঐ কারবারীরা!এলাকার কোনও লিঙ্কম্যানের সাহায্যে বাড়ি ভাড়া নিয়ে বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছে এই অস্ত্র কারবার।

গতকাল হাওড়ার পিলখানায় আবারও এক বেআইনি অস্ত্র কারখানার হদিস মিলেছে। উদ্ধার অসম্পূর্ণ আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার স্ট্র্যান্ড রোডে কাস্টমস হাউসের সামনে থেকে ৩ জনকে গ্রেফতার করে এসটিএফ। ধৃতদের থেকে উদ্ধার হয় ২২টি অসম্পূর্ণ পিস্তল ও ১ লক্ষ টাকার জাল নোট। ধৃতদের জেরা করেই হাওড়ার এই  অস্ত্র কারখানার কথা জানতে পারে তা‌রা। সেইমতো গতকাল  হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশকে সঙ্গে নিয়ে কারখানায় তল্লাশি চালায় এসটিএফ। উদ্ধার হয় ২৬টি অসম্পূর্ণ ৭ এম এম পিস্তল, ১টি লেদ মেশিন, ২টি মিলিং মেশিন, ১টি ড্রিলিং মেশিন-সহ একাধিক অস্ত্র তৈরির সরঞ্জাম। 


এই ঘটনায় গ্রেফতার হয়েছে মহম্মদ চাঁদ সহ মোট তিনজন। বাড়ির মালিকের নাম তারকনাথ সাউ। তিনি স্থানীয় বিজেপি নেতা বলে জানা গিয়েছে। প্রয়োজনে তাকেও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

ধৃত মহম্মদ চাঁদ, মহম্মদ সুলতান এবং মহম্মদ শিল্টু বিহারের বাসিন্দা। ৩ বছর ধরে কারখানা চলছিল বলে অভিযোগ স্থানীয়দের। পুলিশের দাবি, বাড়ি ভাড়া নিয়ে কারখানা শুরু করে মহম্মদ চাঁদ। কোথায় অস্ত্র পাচার হচ্ছিল, খতিয়ে দেখছে এসটিএফ।

ঘটনায় বিজেপি নেতার নাম জড়িয়ে যাওয়ার  প্রসঙ্গে উত্তর হাওড়ার পরিচিত বিজেপি নেতা উমেশ রাই জানান, প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের আত্মীয় এই কাজ করতেন। তাঁর মাধ্যমে হাওড়ায় অস্ত্র আমদানি করছিল তৃণমূল। এটা তৃণমূলেরই অস্ত্র কারখানা বলেও অভিযোগ করেন তিনি। যদিও তাঁর অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপিকে এর জন্য দায়ী করেছেন উত্তর হাওড়ার তৃণমূল সভাপতি গৌতম চৌধুরী। তিনি জানান, বাড়িটির মালিক বিজেপির কার্যকর্তা। সেখানে অস্ত্রের কারখানা তৈরি করেছে বিজেপি।




No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...