Saturday, May 25, 2019

নির্বাচিত জনপ্রতিনিধিদের 'সেবা ভব' মন্ত্রে দীক্ষিত হওয়ার ডাক মোদীর


News H Timesওয়েব ডেস্ক : ঐকমত্যের ভিত্তিতে আজ দ্বিতীয়বারের জন্য বিজেপি ও এনডিএ-এর সংসদীয় নেতা নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদী।  ৫৪২টি আসনের মধ্যে ৩০৩টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হয়েছে বিজেপি। এনডিএ-কে ধরলে মোট প্রাপ্ত আসন ৩৪৯। এই বিশাল জয়ের প্রধান কাণ্ডারি হিসেবে আজ  মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন অমিত শাহ থেকে  আডবাণী , যোশী প্রত্যেকে।

     এনডিএ নেতা নির্বাচিত হয়েই 'রং' না দেখে সর্বসাধারণের জন্য সবাইকে কাজ করার ডাক দেন মোদী। তিনি বলেন, "ভোট কে দিয়েছে সেটা বড় কথা নয়। যিনি জন প্রতিনিধি হয়েছেন, তাঁর কাছে সবাই সমান। কোনও ভেদাভেদ করা যাবে না। যাঁরা আমাদের ভোট দিয়েছেন, তাঁরাও দেশবাসী। যাঁরা আমাদের ভোট দেননি, তাঁরাও দেশবাসী।"
এছাড়াও প্রত্যেক নির্বাচিত জন প্রতিনিধিকে সবসময় মানুষকে সাহায্যের জন্য প্রস্তুত থাকতে বলেন তিনি।  জোর দিতে বলেন "সেবা ভব" মন্ত্রে।  

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...