News H Timesওয়েব ডেস্ক:- প্রকাশ্যে তৃণমূল কর্মীদের হুমকি দিয়ে এ বার বিতর্কে প্রাক্তন আইপিএস অফিসার তথা ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।
গত ২ মে নির্বাচনী মিছিল চলাকালীন কেশপুরের আনন্দপুরে বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষে কজন বিজেপি কর্মী আহত হন। শুক্রবার আহতদের দেখতে যান ভারতী।
সেখানে তাঁকে দেখতে ভিড় জমান সাধারণ মানুষ। সেই সময় রাস্তার পাশে কয়েকজন তৃণমূল কর্মীর উপর নজর পড়ে ভারতীর। পুলিশের সামনেই তাঁদের শাসাতে শুরু করেন ভারতী। তিনি বলেন, ‘‘ভয় দেখাবি না। ঘর থেকে টেনে বার করে কুকুরের মতো মারব। উত্তরপ্রদেশ থেকে এক হাজার ছেলে এনে ঢুকিয়ে দেব। কিছু করতে পারবি না। খুঁজে পাওয়া যাবে না। ঘরে ঢুকে তালা মার বলছি।’’
গত ২ মে নির্বাচনী মিছিল চলাকালীন কেশপুরের আনন্দপুরে বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষে কজন বিজেপি কর্মী আহত হন। শুক্রবার আহতদের দেখতে যান ভারতী।
সেখানে তাঁকে দেখতে ভিড় জমান সাধারণ মানুষ। সেই সময় রাস্তার পাশে কয়েকজন তৃণমূল কর্মীর উপর নজর পড়ে ভারতীর। পুলিশের সামনেই তাঁদের শাসাতে শুরু করেন ভারতী। তিনি বলেন, ‘‘ভয় দেখাবি না। ঘর থেকে টেনে বার করে কুকুরের মতো মারব। উত্তরপ্রদেশ থেকে এক হাজার ছেলে এনে ঢুকিয়ে দেব। কিছু করতে পারবি না। খুঁজে পাওয়া যাবে না। ঘরে ঢুকে তালা মার বলছি।’’
এই শাসানির খবর মুখ্যমন্ত্রীর কানেও পৌঁছে যায়। ঘাটালের নির্বাচনী প্রচার থেকে নাম না করে ভারতীকে সতর্ক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমাদের লোকজনদের অনেক বড় বড় কথা বলছেন ওই ভদ্রমহিলা। সাবধান করে দিচ্ছি ওঁকে। আমার মুখ খোলাবেন না। পুলিশে কাজ করার সময় যে মেসেজগুলি পাঠিয়েছিলেন, তা যদি ফাঁস করে দিই, তা হলে আর আমাদের কিছু করতেই হবে না।’’
ভারতী ঘোষকে লক্ষ্মণরেখা পার না করারও পরামর্শ দেন মমতা। তিনি বলেন, ‘‘একটি মামলায় সুপ্রিম কোর্ট গ্রেফতারিতে নিষেধাজ্ঞা দিয়েছে। কিন্তু আরও মামলা রয়েছে ওঁর বিরুদ্ধে। চাইলে গ্রেফতার করতেই পারতাম আমরা। কিন্তু করিনি। ভদ্রতা করে নির্বাচনে দাঁড়াতেও দিয়েছি। কিন্তু লক্ষ্মণরেখা পার করবেন না। গণ্ডির মধ্যে থাকুন।’’

No comments:
Post a Comment