Saturday, May 25, 2019

দলবদলের বড় চমক মোহনবাগানে



দেবজিত আদক:- :দলবদলের বাজারে বড়ো চমক দিল মোহন বাগান। জামশেদপুর এ ফ সি ও প্রাক্তন মোহন বাগান লেফট ব্যাক ধনাচন্দ্র সিং কে সই করালো মোহন বাগান। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল গঙ্গা পারের ক্লাব তার সাথে কথা চালাচ্ছে এবং এই লেফট ব্যাক ও ফিরতে আগ্রহী ছিলেন অবশেষে কাল চুক্তি সই করেন ধনাচ্ন্দ্র। পাশাপাশি প্রতিশ্রুতি বান রাইট ব্যাক আশুতোষ মেহেতা কেও সই করলো মোহন বাগান ক্লাবে। মুম্বাই এর ফুটবলার আইজলের আই লীগ জয়ের অন্যতম কারিগর ছিলেন। তাকে সই করিয়ে ডিফেন্স শক্তিশালী করলো সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পাশাপাশি , স্প্যানিশ কোচ কিবু র সহকারী হিসাবে রঞ্জন চৌধুরী কে নিযুক্ত করলো মোহন বাগান। তার অভিজ্ঞতা দল কে সাফল্যে চালিত করবে বলেই বিশ্বাস সমর্থক দের।
শোনা যাচ্ছে , অরিজিৎ বাগুই থাকতে পারে মোহন বাগান এ এবং ইস্ট বেঙ্গল খেলা চুলোভা ও আসতে পারে ।

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...