News H Times ওয়েব ডেস্ক:- ২৫ মে রাত্রি ৮ টায় হাওড়ার প্রিয় পর্বতারোহী কুন্তল কাঁড়ারের দেহ এসে পৌঁছাবে দমদম বিমানবন্দরে। সেখান থেকে তার দেহ নিয়ে যাওয়া হবে পিস ওয়ার্ল্ড এ। পরেরদিন ২৬ এ মে পিস ওয়ার্ল্ড থেকে সকাল ৬ টায় হাওড়ার উদ্দেশ্যে
রওনা দেবে তার দেহ। প্রথমে হাওড়া ডিস্ট্রিক্ট মাউন্টেনিয়ারিং ক্লাবে, পরে তার বাসভবনে এবং শেষে অন্নপূর্ণা ব্যায়াম সমিতির প্রাঙ্গনে ৭-৪৫ থেকে ৮-৩০ পর্যন্ত মানুষজনের শ্রদ্ধানিবেদনের জন্য তাঁর দেহ শায়িত রাখা হবে।
এরপর বাঁশতলা শশ্মানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

No comments:
Post a Comment