Friday, May 24, 2019

প্রথম কোপ শুভ্রাংশু কে,৬ বছরের জন্য তৃণমূল থেকে সাসপেন্ড


News H Times ওয়েব ডেস্ক:-শুভ্রাংশু রায়কে ছ' বছরের জন্য দল থেকে সাসপেন্ড করল তৃণমূল। আজ বিকেলে সাংবাদিক বৈঠক করে একথা বলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । তিনি বলেন, দলের শৃঙ্খলা সবার আগে । দল বিরোধী মন্তব্যের জন্য সাসপেন্ড করা হয়েছে তাকে। তৃণমূলে থেকে অন্য দলের প্রশংসা করার জন্য সাসপেন্ড করা হয়েছে । তৃণমূল নেত্রীর অনুমতিতেই সাসপেন্ড ।

কি সেই দলবিরোধী মন্তব্য?
দীনেশ ত্রিবেদীর হয়ে প্রচার করেছিলেন শুভ্রাংশু রায়। বিপরীতে বিজেপি প্রার্থী অর্জুন সিং।  শুভ্রাংশু রায়  ২লক্ষের বেশি ভোটে জিতবেন দীনেশ বলে দাবি করলেও  ওই কেন্দ্রে জিতে যান অর্জুন। আর শুভ্রাংশুর নিজের কেন্দ্র বীজপুরেই পিছিয়ে পড়ে তৃণমূল। এনিয়ে শুভ্রাংশু রায় বলে বসেন, ''আমি যেমন এখানকার ভূমিপুত্র, আমার বাবা মুকুল রায়ও এখানকার ভূমিপুত্র। বাবার কাছে হেরে গিয়েছি। মানুষ বেছে নিয়েছে বাবাকে। আমার বাবা একা হাতে গোটা তৃণমূলকে তছনছ করে দিয়েছেন''। আর শুভ্রাংশুর এই মন্তব্য ভাল চোখে দেখেছে না তৃণমূল নেতৃত্ব। শুভ্রাংশুকে শাস্তি দিয়ে তৃণমূল কি ইঙ্গিত দিল , দলবিরোধী কাজ বা মন্তব্য করলে আর ছাড়া হবে না! 

No comments:

Post a Comment

হাওড়া শ্যামপুরে বাছরী যুব সংঘে মা সাজবেন রেশমী সুতোর সাজে

অর্পণ দাস:  হাওড়া গ্রামীণ অঞ্চলের শ্যামপুর থানার বাছরী গ্রামের "বাছরী যুব সংঘের" সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৫৩ তম বর্ষ । বিগত...