News H Times ওয়েব ডেস্ক: বিজেপিতে যোগ দেওয়ার শুরু থেকেই ছেড়ে আসা দলের তরফ থেকে যেমন ধেয়ে এসেছে বাক্যবাণ তেমনই যোগ দেওয়া নতুন দলের সিনিয়র নেতাদের তাঁকে নিয়ে করা তির্যক মন্তব্যও হজম করতে হয়েছে তাকে। বিগত উপনির্বাচনে তাঁর করা ভোটঅঙ্ক মেলেনি বলেও টিপ্পনী শুনতে হয়েছে।মুখ বুজে ঘুঁটি সাজিয়ে গেছেন একের পর এক। কিস্তি মাতের চাল দিলেন লোকসভা নির্বাচনে। ধরাশায়ী বেপক্ষের রাজা(পড়ুন মমতা বন্দ্যোপাধ্যায়)।আর এরপরই আড়ালে আবডালে নিন্দে করা নেতারাও কার্যত বলতে বাধ্য মুকুল রায় ই লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ‘চাণক্য’।
এই সাফল্য নিয়ে কি বলছেন মুকুল- মুকুলবাবুর কথায়, ‘‘তৃণমূলের একটা বড় অংশকে আড়ালে বিজেপির মেশিনারি হিসেবে ব্যবহার করাই ছিল চ্যালেঞ্জ। তারা বাইরে তৃণমূলের হয়ে প্রচারে থাকলেও ভিতরে বিজেপির জন্য কাজ করেছে। এ বার কাজ হল, তৃণমূলের সেই নেতা-কর্মীদের প্রকাশ্যে নিয়ে আসা এবং বিজেপিতে যোগ দেওয়ানো। যাতে ২০২১ সালের আগেই তৃণমূলের সরকার ফেলে দেওয়া যায়।’’
মুকুলবাবুকে এই সাফল্যের পুরস্কার স্বরূপ রাজ্যসভায় নিয়ে গিয়ে মন্ত্রিত্ব দেওয়া হতে পারে বলে দলেরই এক অংশের ধারণা।
মুকুলবাবু অবশ্য এ সব নিয়ে মাথা ঘামাতে রাজি নন। তাঁর কথায়, ‘‘আমি এ সবে আগ্রহী নই। বরং বিজেপির সংগঠন যাতে আরও মজবুত করা যায়, তা নিয়েই পরিশ্রম করতে চাই। লক্ষ্য বিধানসভা নির্বাচন। তৃণমূলের সরকার ফেলে দেওয়া। ফলে এই মুহূর্তে সংগঠনের বাইরে অন্য কিছু ভাবছি না।’’


No comments:
Post a Comment